হাসান মাহামুদ,রোমঃ মহান ভাষা আন্দলনের মাসে ইতালিতে আরো একটি স্থায়ী শহীদ মিনার প্রতিষ্ঠিত হল। ইতালির রোম এবং বারি শহরের পর এবার পাদোভা শহরে ইতালিও সরকারের দেওয়া স্থানে এই স্থায়ী শহীদ মিনারের ভিত্তিপ্রস্তুর স্থাপন ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী “আব্দুল লতিফ সিদ্দিকি” এসময় পাদোভা সিটি কর্পোরেশন এর মেয়র,ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ শাহাদাৎ হোসেন,মিসেস লাইলা সিদ্দিকি, আউয়ামিলিগ এর সহসভাপতি কে এম লোকমান হোসেন সহ অন্যান্য স্থানিয় নেতারা উপস্থিত ছিলেন। ফিতা কেটে শহীদ মিনারের ভিত্তিপ্রস্তুর অনুষ্ঠানের উদ্ভদনির পর মন্ত্রী শহীদ দের প্রতি ভোগীর শ্রদ্ধা নিবেদন করেন।বিস্তারিত নিচের ভিডিওটি দেখুনঃ