আমাদের যারা ইতালি সহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাস করি তাদের অনেকের কাছেই Emirates এয়ারলাইন্স এর বিমান অনেক পছন্দের, কেননা এটিতে ভ্রমন করে যেমন মজা তেমনি এদের নিয়ম-কানন গুলোর দিক দিয়েও এরা অনেক সচেতন। আপনি যদি যথাসময়ে এয়ারপোর্ট এসে না পৌঁছান তাহলে এরা এর জন্য কখনোই ফ্লাইট ডিলে করে না, এরা এদের নির্দিষ্ট গতিতে চলে আর এর জন্যই এরা আজকে বিশ্বে এতো নাম অর্জন করতে সক্ষম হচ্ছে। যাই হোক আমাদের অনেকেই ইতি মধ্যে এই Emirates এয়ারলাইন্স এ ভ্রমন করেছি- কিন্তু একোনমিক ক্লাসে।সবার ক্ষেত্রে তো আর ফাস্ট ক্লাস,বিজনেস ক্লাসের টিকিট ক্রয় করা সম্ভব নয়!!তাই আমাদের অনেকের মনেই কিন্তু একটি প্রশ্ন জাগে? যে এর ফাস্ট ক্লাস বা বিজনেস ক্লাস এর সেবাটি কেমন হবে? হে বন্ধুরা আজকে আমরা আপনাদের মাঝে এর সকল ক্লাস এর সেবানিয়ে একটি পরিপূর্ণ ভিডিও উপস্থাপন করবো যার মাধ্যমে আপনি সামান্য হলেও এর মজা কিছুটা হলেও উপভোগ করতে পারবেন।
দেখেনিন ইতালি প্রবাসীদের প্রিয় Emirates এয়ারলাইন্স এর ফাস্ট ক্লাস,বিজনেস ক্লাস ও একোনমি ক্লাস নিয়ে একটি ভিডিও
স্বপ্নের বিদেশ যাত্রা: পথে পথে গ্রেপ্তার, মৃত্যু, হয়রানি !
কুয়েতে বাংলাদেশী প্রবাসীদের দৃষ্টি আকর্ষন।জরুরী নির্দেশনা ও দূতাবাসের সতর্কবার্তা
দোয়া প্রার্থনা!! দীর্ঘদিন যাবত ইতালিতে সমাজসেবা মূলক কাজে নিয়োজিত প্রবাসী ভাইয়ের মায়ের জন্য।
এক প্রবাসীর অজানা দুঃখ অজানাই রয়ে গেলো!
কানাডায় পরতে আসা প্রবাসী স্টুডেন্টদের দুঃখ-কষ্ট তথা বাস্তব চিত্র নিয়ে করা একটি প্রতিবেদন
দুবাইতে সততার পরিচয় দিলেন আরও এক বাংলাদেশি