উল্লেখ্য ২০০০ সালে বাংলাদেশ সমিতি থেকে বিভক্ত হয়ে নিজেকে সমাজের দায় বদ্ধতা মনে করে নৈতিক দায়িত্ব হিসাবে প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়েই পিপলস এসোসিয়েশন নামের একটি সংগঠন দ্বার করান।
একটি পেনেল কে পরাজিত করে জনগণের ভোটে জয় ঝঙ্কারে বেজে উঠেছিল সেদিন সফিউল আলম সিরাজ সিকদারের পেনেলের সিংহ ভাগ সদস্য।দায়িত্ব এসেছিল পেনেল সফিউল আলম গংদের উপর।একটি সামাজিক সংগঠনের দ্বাইত্তে পুরো কার্যকরী কমিটি বসতে না বসতে মাথায় সপ্ন চেপে বসল এক সাথে চলার ফেলে আসা সকল বাংলাদেশী বন্ধুদের নিয়ে বোলজানোতে একটি সমিতিতে বাস্তবায়নে রুপ দেওয়ার।জ্বর ঝঞ্জা মাথায় নিয়ে সভা করলেও বিধি বাম। জোড়া তালি দিয়ে ডেভেলপমেনট সোসাইটি করেও কোন হতাসা কাটেনি যতক্ষণ না তিনটি সমিতিকে একত্রিত করে একটি সমিতিতে রুপ না দেওয়া যায়।
কিন্তু প্রশ্ন হল জনগন কে এ কোন ধোয়ায় ফালান হইল,কেন একটি নির্বাচিত কার্যকরী সদস্য প্রায় সকলেই আর একটি তৃতীয় সমিতিতে ভর করে নতুন সরকার গঠন করল? নাকি সপ্ন দেখায় মগ্ন হইল। কিন্ত আমার মত জনগনের এ ইচ্ছা পোষণ কখনই কাম্য ছিল না।জনগণের রায় মেনে নিয়ে জনগন কে এ ধুম্র জালে ফেলার কৌশল ও বেরথতা কোথায়? ১/ সরলতা ২/ নেত্রিত্তের ৩/বৃহৎ স্বার্থের যা কিনা বাংলাদেশীদের।
যদি একটি ছোটো জন গোষ্ঠীকে নিয়ে যাত্রা সুরুই হল অথবা গোটা জন গোষ্ঠীকে এক নাই করা গেল তবে জনকল্যাণের তথা বাংলাদেশীদের কথা চিন্তা করে পিপলস কে চলমান রাখলে তারি জয় গান হয়তবা গাইত প্রবাসী বাংলাদেশি বোলজানোবাসী।
তবু এই ধরনের সহজ সরল প্রকৃতির এবং বড় মনের এক এক জন দায়িত্বশীল ব্যক্তিত্তের প্রয়োজন বোলজানোতে।সময় কথা বলে তাই বলব ‘হিরা ফেলে কাঁচ তুলে নেওয়ার যোক্তীকতা কোথায় ?
———————————————————————————————————————————–
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]