আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি।আজ আমরা শিখবো কিভাবে আপনার জিমেইল আকাউন্ট টিকে বাংলা ভাষায় পরিবর্তন করতে পারেন।আপনি ইচ্ছা করলেই আপনার Gmail Account এর ভাষা পরিবর্তন করে বাংলায় করতে পারেন সহজেই।আসুন দেখে নিই কি ভাবে কাজটি করবেন।প্রথমে আপনি আপনার জিমেইল আকাউন্ট খুলুন।এর পর এর Settings এ যান।নিচের ছবিটি দেখুন
ছবিতে দেখানো নিয়মে ১-Settings নামক বাটনে ক্লিক করলে Settings মেনু ওপেন হবে ২- সেখানে Settings লেখাতে ক্লিক করুন
৩ – এরপর General ট্যাবে গিয়ে Language এ বাংলা সিলেক্ট করে দিন দিয়ে সবার নিচে যান ওখানে দেখবেন Save Changes নামক একটি বাটন আছে সেটা ক্লিক করুন ।ব্যস দেখুন আপনার Gmail Account টি বাংলায় রুপান্তর হয়ে গেছে।
“যদি আপনাদের বুঝতে কষ্ট হয় বা কারো কোন প্রস্ন থাকে” তো নিচে কমেন্ট এর মাদ্ধমে আমাদের যানাতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান দিতে।
ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না…
যদি আমাদের লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]
আমি আগে কখনও ইন্টারনেটে বাংলা লিখতে পাড়তাম না আপনাদের পোস্ট পরে এবং অভ্র সফট নিয়ে এখন বাংলা লিখতে পারছি। তবে Website জায়গায় কি লিখব। জানাবেন ।যেমন; নামের জায়গায় নাম ই মেইলর জায়গায় ই মেইল, কিন্তু Website এর জায়গায় কি হবে। দয়া করে জানাবে।