• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

Yahoo তে যেভাবে আপনার ইমেইল অ্যাকাউন্ট খুলবেন ।

ByLesar

Nov 1, 2012

Yahoo-mail এ ইমেইল অ্যাকাউন্ট খুলতে এই লিঙ্ক এ ক্লিক করুন। ক্লিক করলে আপনি নিচের ছবির মতো দেখতে পাবেন।

ওখানে দেখেন একটা ফর্ম আছে সেখানে আপনাকে আপনার বিস্তারিত লিখে পুরন করতে হবে।

১- Name এর ঘরে আপনার নাম এবং আসল নাম দিন যেমন: Sifat Ahmed(আপনি আপনার মতো দিবেন) ।

২- Gender এর ঘরে আপনার লিঙ্গ দিতে হবে যেমনঃ যদি আপনি ছেলে লিঙ্গ হন তাহলে Male আর যদি আপনি মেয়ে লিঙ্গ হন তাহলে Female সিলেক্ট করতে হবে।

৩- Birthday এর ঘরে আপনার জন্ম তারিখ দিতে হবে এবং country,language ও

Postal code এর ঘরে অবস্থান বুঝে পূরণ করবেন ।

৪- Choose your Yahoo id এর ঘরে আপনি যে নামে আপনার ইমেইল Id বা ইমেইল address যেরকম দেখতে চান সেই নাম লিখেন যেমন sifatahmed56@yahoo.com   (মনে রাখবেন এখানে আপনি যা দিবেন তাই পরে আপনার ইমেইল হিসেবে ব্যাবহার করতে হবে তাই এটাকে এবং নিচের ঘরে যে গোপন অক্ষর দিবেন তা মনে রাখবেন বা কোথাও লিখে রাখবেন) ।

৫- Creat a password   এর ঘরে আপনার পছন্দ মতো একটি গোপন অক্ষর লিখুন যা কিনা আপনি ছাডা আর কাউকে বলবেন না, যেমনঃ 1234sifat (এখানে আপনি আপনার মতো করে দিবেন)

৬- Confirm your password  এ ৫ নাম্বার ঘরে যে গোপন অক্ষর লিখে ছিলেন ঠিক সেই  অক্ষর গুলই পুনরায় লিখুন যেমনঃ 1234sifat

৭- যদি আপনি আপনার id কখনো ভুলে যান,তার জন্য Alternate Email এ যদি আপনার আগে কোন ইমেইল এড্রেস থেকে থাকে তাহলে তা এখানে দিতে পাড়েন অন্যথায় এই ঘরটা খালি রাখবেন।Question 1,2 তে আপনার সুবিধা মত Question নিতে পারেন ৷ নিচের ছবিটা দেখেন তাহলে আরো ভালো ভাবে বুঝতে পারবেন।

৯- Prove you’r not a robot এই ঘরে আপনাকে এলো মেলো যে লেখা গুলো দেখতে পাচ্ছেন সেই লেখা গুলো লিখতে হবে যেমন: LnVGd5Jw  নিচের ছবিতে দেখেন তাহলে আরো ভালো ভাবে বুজতে পারবেন।

১১- সর্বশেষ কাজ হোল  Create My Account এই ঘরে টিক দিয়ে দিতে হবে।

ব্যাস আমাদের ফর্ম পুরন করার পালা শেষ Create My Account এ ক্লিক করলে নতুন একটা পেজ আসবে এবার হাতের ডানে দেখেন Continue নামে একটা বাটন আছে সেখানে ক্লিক করেন।

তাহলে আপনি নিচের ছবির মতো আর একটা পেজ দেখতে পাবেন,আর এটাই আপনার ইয়াহু মেইল এর  হোম পেজ যেখান থেকে আপনি আপনার ইমেইল পড়তে ও পাঠাতে পারবেন।

ওকে আমাদের Yahoomail এ ইমেইল খুলা সম্পূর্ণ হয়েছে।

এবার আমরা শিখবো কিভাবে আমাদের তৈরী করা Yahoomail অ্যাকাউন্ট দিয়ে  লগ ইন করা এবং  মেইল পাঠানো ও মেইল পড়া  যায়।

এর জন্য আপনাকে মনে রাখতে হবে আপনার দেওয়া yahoo id ও password যা আপনি উপরের ঘরে দিয়েছিলেন যেমন এখানে আমি যেভাবে দিয়েছি আমার yahoo id বা ইমেইল এড্রেস হবে  sifatahmed56@yahoo.com আর password বা গোপন অক্ষর হবে 1234sifat যা আমি অ্যাকাউন্ট তৈরী করার সময় দিয়ে ছিলাম, তাই আপনারা যখন উপরের ফর্মটা পুরন করবেন তখন আপনাদের এই দুটো জিনিস কোথাও লিখে রাখতে হবে।

এবার আপনার ইমেইল এড্রেস দিয়ে আপনার ইমেইল অ্যাকাউন্ট খুলার জন্য এখানে ক্লিক করুন।

তাহলে আপনি নিচের ছবির মতো দেখতে পাবেন।

এখানে দেখেন উপরের ছবিতে হাতের ডান পাসে Id Yahoo ও password নামে দুটো ঘর আছে সেখানে আপনার ইমেইল এড্রেস ও গোপন অক্ষর দিন,দিয়ে নিচে Entra নামে একটা বাটন আছে সেখানে ক্লিক করেন। করার পর নিচের ছবির মতো দেখতে পাবেন।

আপনার কাছে আসা ইমেইল বাম পাসের Inbox লেখা ঘরে  দেখতে পাবেন ইমেইলের বিস্তারিত দেখতে হলে যে ইমেইল টি দেখতে চান তার উপর ক্লিক করেন তাহলে আপনাকে বিস্তারিত দেখাবে।

এবার আমরা শিখবো কি ভাবে  মেইল পাঠাতে হয়। এর জন্য উপরের ছবিতে হাতের বাম পাশে উপরে দেখেন Compose Message নামে একটা বাটন আছে তার উপর ক্লিক করেন নিচের ছবির মতো দেখতে পাবেন।

উপরের ছবিতে যেভাবে দেখানো হয়েছে ঠিক সে ভাবে আপনার বন্ধুর মেইল এড্রেস আপনার মেইলের বিষয় এবং বিস্তারিত লিখে উপরের SEND নামক বাটনে ক্লিক করেন ব্যাস হয়ে গেল আপনার বন্ধু আপনার মেইল পেয়ে যাবে ২ মিনিটের মদ্ধে।

যদি আপনাদের বুঝতে কষ্ট হয় বা কারো কোন প্রশ্ন থাকে তো নিচে কমেন্ট এর মাদ্যমে আমাদের যানাতে পারেন আমরা চেষ্টা করবো আপনাদের সমস্যার সমাধান দিতে।

 

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

২ thoughts on “Yahoo তে যেভাবে আপনার ইমেইল অ্যাকাউন্ট খুলবেন ।”
  1. ভাইয়া,পোস্টাল কোড টা কি একটু বুঝিয়ে বলেন।

    1. পোস্টাল কোড হচ্ছে কোন এলাকার পোস্ট অফিসের নাম্বার যেমন বাংলাদেশ এর মিরপুর এর পোস্টাল কোড ১২০০০ এরকম প্রতিটি এলাকার নির্দিষ্ট একটি পোস্টাল কোড রয়েছে যার মাধ্যমে ঐ এলাকা সম্পর্কে বুঝায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version