• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালির বোলজানো থেকে জাহাঙ্গীর আলম সিকদার, হবে হবে কবে হবে ? কথায় না বড় হয়ে কাজে বড় হবে।

ByJahangir Alam Sikder

Jan 14, 2014

পাহার ঘেরা সৌন্দর্যের  নীলাভুমি  ইতালীর বোলজানোতে প্রয়োজন ও বাঁচার তাগিদে কাজ করছি বিংস শতাব্দীর শেষের দিক থেকে অর্থাৎ ১৩ অক্টোবর ২০০০ থেকে; আজও অবধি Pramstrahler SRL সম্মিলিত ভাই বোনের পরিচালিত একটি মাংসের ফ্যাক্টরীতে।

যেখানেতে যাই কাজ করতে হবে এটাই আমার সুত্রের সামাধান মনে করে যুগ পেরিয়ে গেল কিভাবে  বোধ গমম্যার বাহির। যাইহোক এই ফ্যাক্টরী্তে প্রায় ৪৫ জন কর্মচারী তা প্রায় ১৪ টি দেশের মানুষ কাজ করছি যেমন – ইতালীয়ান ছাড়াও টেডেস্কো (জার্মানি), মরক্কো, তিউনিসিয়ান, আল্বানিসি, হাংগেরি, স্লোভাক্কি, কসসোভো, পোল্যান্ড, ঘানা, বুর্গিনাফাচ্চ, ইউক্রেন, বাংলাদেশ ও ইন্ডিয়ান কর্মচাররলেঅনুষ্ঠানে যা ছিল আমাদের ভাবার বাহিরে ।কেননা ২০১২,২০১৩ যে পরিমাণ কাজ হয়েছে এবং ২০১৪ তে % হিসাবে আরও কতোটুকো দ্রুত গতিতে কাজ করা প্রয়োজন ,তা অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে বুঝিয়ে দিলেন পরিচালক STEFAN।

তবে মালিক পক্ষ সবর্দাই  বলে থাকেন শ্রমিক,মালিক যেন এক পরিবার।তাইতো মনে বিগত দিনের কর্মকাণ্ড বলে দেয় PRAMSTRAHLER SRL এর ভাই বোনের একাত্মতা যেন এক প্রতিজ্ঞাবদ্ধ জীবন যা লক্ষণীয় বিষয় ।

যে কথা না লিখলেই নয় যা এ ইউরোপের ধস নামার দেশ হিসাবে ইতালিও তার মধ্যে ।কিন্তু টের পেলাম না অর্থনৈতিক ক্রেজী কী। কারন স্বপ্ন বাস্তবতায় এসে রূপ নেয় সততা আর সাহসিকতার কর্মফল। ভাগ্য বিধাতা বদলে দেয় মানুষের ভাগ্য যার নাম সৌভাগ্য। তা ছাড়া ইউরোপিয়ানরা পরিশ্রমী জাতি তা বই পোস্তকে পড়েছিলাম,পরিশ্রম আর মেধাই জাতির পরিবর্তন আনতে পারে তা চিরন্তন সত্য । যার প্রমাণ 20/12/2013 এর আনন্দ ঘন পরিবেশে DIRECTOR STEFAN তার বক্তৃতায়।

মজার বেপার হল এতো লোকের খাওয়া দাওয়ায়  সহযোগিতা করলেন চার ভাই বোন মিলে আফ্রিকার মহাদেশের ঘানার জইকে । যেন এক প্রাণবন্ত বাস্তবতা ।

পরিশেষে PRAMSTRSHLER IDA এক এক করে সবাইকে বড়ো দিন উপলক্ষে উপহার দিলেন হাসি মুখে যা আন্তরিক অভিনন্দনের ধারাবাহিকতা।

অথচ আমাদের দেশ ? তাইত মনে পরে কবির লিখায়:- হবে হবে কবে হবে ? কথায় না বড় হয়ে কাজে বড় হবে।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Jahangir Alam Sikder

আমার সম্পর্কে তেমন কিছুই বলার নেই। আমি একজন অতি সাধারণ মানুষ। প্রায় ১ যুগ ধরে ইতালির বোলজানো শহরে বসবাস করছি। আর বোলজানোর প্রবাসী বাঙ্গালী কমিউনিটির বিভিন্ন কাজকর্ম গুলো লেখা লেখির মাধ্যমে সবার কাছে তুলে ধরাই আমার প্রধান লক্ষ্য। আমার সম্পর্কে আরও বিস্তারিত জানতে আমার ওয়েবসাইট ভিজিট করতে পারে। My Website: www.jahangirsikder.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version