যুবরাজ শাহাদাতঃ এই যাবত কালের সব চেয়ে বড় মাপের ধর পাকড় হয়েছে ২০১৩ তে । যেখানেই কালো, বাদামি, রঙের লোকজন দেখেছে পুলিশ তাদের কে গ্রেফতার করছে । অনেকের কাছে পিংক স্লিপ , (স্টুডেন্টস রেসিদেন্ত পারমিট ), ইয়েলো স্লিপ ( যারা ইউরোপিয়ান ফ্যামিলি মেম্বার হিসেবে পারমিট পেয়েছেন ) আছে ভ্যালিড ২০১৭ সাল পর্যন্ত তাদেরকে কোন প্রকার ছাড় দেয়া হচ্ছে না । নিকুশিয়া সেন্ট্রাল জেল, লারনাকা জেলে শুধু মাত্র ৩৫০ জনের বেশী বাংলাদেশী স্টুডেন্টস আটক আছে। তাদেরকে ইউরোপিয়ান ইউনিয়ন বর্ডার কন্ট্রোল ( Frontex ) এর সহায়তায় দেশে পাঠানোর জন্য এতদিন অপেক্ষায় ছিল। এখন থেকে দেশে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে । রাস্তাঘাটে চলাচলে মানুষ এখন নিরাপত্তা হীনতায় ভুগতেছে । এই অবস্থায় সকলের প্রতি অনুরুধ রইল আপনার ভাই, বন্ধু, আত্মীয় স্বজন সবাইকে সু-পরামর্শ দিয়ে জানিয়ে দিন তারা যেন সাইপ্রাস নামক নরকে না যায়। সাইপ্রাসে যে সকল ভাই, বন্ধুরা আছেন তারা সতর্ক অবস্থায় থাকবেন। সুত্রঃ এখানে ক্লিক করুণ।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]