আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালই আছেন, আমি ও আমরা আপনাদের দোয়ায় এবং আল্লাহ্র অশেষ রহমতে অনেক ভাল আছি।
“আগেই বলে দিচ্ছি যাদের ইতালির ওয়ার্ক পারমিট নেই তারা এবং যাদের আছে কিন্তু আপনি কন্ট্রাকে কাজ করছেন এবং আপনার বাৎসরিক ইনকাম ৮,২৬৩ (আট হাজার দুইশ তেষট্টি) ইউরোর উপরে তাদের জন্য এই পোস্ট টি না, দয়া করে তারা এই লেখাটি পড়ে আমাদের দোষ দিতে পারবেন না।”
চিকিৎসা… চিকিৎসা… চিকিৎসা… ভালো চিকিৎসা পেতে সবাই চায়।কিন্তু ভালো চিকিৎসা পেতে চাইলে আপনাকে ব্যয় করতে হবে ভালো অংকের টাকা, সেটা যেখানেই হোক দেশে বা দেশের বাইরে। আমরা যারা ইতালিবাসী তাদের যারা জানেন না তাদের বলছি, যে ইতালিতে আপনি যদি হঠাট করে কোন মারাত্তক অসুস্থ হয়ে যান , এবং আপনাকে তার জন্য অপারেশন করা লাগতে পারে বা আপনাকে সপ্তাখানিক হসপিটালে থেকে সম্পূর্ণ শরীর চেকআপ করাতে হতে পারে, তো এমন অবস্থায় এখানে আমাদের দেশ হলে প্রথমে আপনাকে বলা হবে “আপনার অপারেশন করা লাগবে ৫০,০০০ হাজার টাকা নিয়ে আসুন, না হলে অপারেশন হবে না। কিন্তু “ইতালিতে আপনাকে এ কথা বলবে না” হাসপাতালে আপনার মারাত্বক কোন অসুখ ধরা পরলে তারা সাথে সাথে এর বেবস্তা নিবে, যদি এতে লাখ লাখ টাকা ব্যয় করতে হয় তাতেও আপনার চিকিৎসা থেমে থাকবে না। বা আপনার সমস্যা তারা ধরতে পারছে না, আপনাকে সপ্তাখানেক হাসপাতালে ভর্তি থাকতে হবে, তাতেও আপনাকে কোন টাকা দিতে হবে না। এই খরচ গুলো প্রাথমিক ভাবে সরকার থেকে বহন করা হয় এবং পরে আপনি ইতালিতে রেগুলার হিসেবে কাজ করলে আপনার নামের উপর সরকারি খাতায় যে আর্থ বা ট্যাক্স জমা হবে,সেখান থেকে তারা অল্প অল্প করে কেটে নিয়ে যাবে যা আপনি বুঝতেই পারবেন না। তবে আপনার কাছে তাৎক্ষনিক টাকা নেই বলে আপনার চিকিৎসা থেমে থাকবে না। তবে হে যদি আপনার সামান্য কোন সমস্যা হয় তাহলে তারা আপনাকে আপনার পার্সোনাল ডাক্তার দেখাতে বলবে। আর পার্সোনাল ডাক্তারের কাছে যাওয়ার পর সে আপনার সমস্যার কথা জেনে আপনাকে কোন স্পেসিয়ালিস্ত দের কাছে রেফার করবে আর স্পেসিয়ালিস্ত আপনাকে বলবে এই টেস্ট করো ঐ টেস্ট করো…… তো টেস্ট গুলো করতে আর স্পেসিয়ালিস্ত দের ভিজিট করানোর জন্য আপনাকে অবশ্যই টাকা পে করতে হবে।অনেকে এই আর্থ যোগান দেওয়ার ভয়ে হয়ত ডাক্তার দেখানো থেকে দূরে থাকেন।
যাই হোক এতক্ষণ আমরা জানলাম মারাত্বক অসুস্থ রোগীর চিকিৎসা সম্পর্কে।
এবার আমরা জানবো কিভাবে অল্প সমস্যার রোগীদের নগদ অর্থ ছাড়া যেকোনো টেস্ট করানো, ডাক্তার ভিজিট করানো ও মেডিসিন পাওয়ার পদ্ধতি । এর জন্য আপনার এই দুটি ডকুমেন্ট ১-Permesso di soggiorno 2-Residence Card অবশ্যই থাকতে হবে, এ দুটি ছাড়া সম্ভব না। আপনাকে একটা কার্ড করে নিতে হবে যার নাম E02(ESENZIONE TICKET) বা তেসসেরা E02 বলে পরিচিত।এই কার্ড হাতে পাওয়ার পর থেকে এক বছর পর্যন্ত সময় থাকে,প্রতি এক বছর পর পর একে রিনু করিয়ে নিতে হয়। এই কার্ড টি করা থাকলে আপনি যেকোনো টেস্ট,ডাক্তার দেখানো ও ওষুধ গ্রহণ করতে পারবেন টাকা ছারা।
কে কে পারবে এই কার্ড টি করতে ?
১-যাদের ওয়ার্ক পারমিট ও রেসিডেন্স কার্ড আছে কিন্তু বর্তমানে কোন কাজ করছেন না “বেকার”
২- আপনি কাজ করেন কিন্তু আপনার বাৎসরিক ইনকাম ৮,০০০ হাজার ইউরোর নিচে হতে হবে
৩- আপনার পরিবারে আপনি কাজ করছেন এবং আপনার বাৎসরিক ইনকাম ৮,০০০ হাজার ইউরোর উপরে কিন্তু আপনার স্ত্রি কোন কাজ করে না, সে খেত্তে আপনি আপনার স্ত্রির জন্য এই ফ্রী কার্ড করাতে পারবেন, যেখানে আপনাকে আপনার নিজের জন্য পে করতে হবে কিন্তু আপনার স্ত্রির কোন টাকা লাগবেনা।
কোথায় কোথায় যেতে হবে কার্ড টি করার জন্য ?
কার্ড টি করার জন্য আপনাকে দুটি জায়গায় যেতে হবে।
১- Centro per l’impiego যেখান থেকে আপনি বেকারত্বের সার্টিফিকেট নিতে পারবেন ও
২- আপনাকে আপনার নিকতিস স্যানিটারি বা ডাক্তারি কার্ড যেখানে বানিয়েছেন সেখানে যেতে হবে Azienda U.S.L বা ASL
কি ভাবে করতে হবে?
১- প্রথমে আপনাকে আপনার এলাকার Centro per l’impiego অফিসে যেতে হবে সেখানে আপনাকে বলতে হবে devo fare la disoccupazione (দেভো ফারে লা দিসঅক্কু পাসিওনে) বললে ওরা আপনার ডকুমেন্ট দেখে বাকি কাজ করে আপনাকে একটা সার্টিফিকেট দিয়ে দিবে ।
২- সেই সার্টিফিকেট সহ আপনার অন্যান্য ডকুমেন্ট নিয়ে আপনার নিকতস্ত স্যানিটারি বা ডাক্তারি কার্ড যেখানে বানিয়েছেন সেখানে যেতে হবে । ওদের কাছে গিয়ে বলবেন devo fare la tessera E02 (দেভো ফারে লা তেসসেরা এ জেরো দুয়ে) বললে ওরা আপনাকে একটা ফর্ম দিবে বা না দিলে আপনি নিজে চেয়ে নিবেন, আপনাকে সেই ফর্ম টা পূরণ করতে হবে নিচে আমি আপনাদের আরো ভালো ভাবে বোঝানোর জন্য ফর্ম টা দিয়ে দিলাম।
ফর্ম পূরণ করে জমা দিন, জমা দিলে ওরা আপনাকে একটা কপি ফেরত দিবে সেটা নিয়ে আপনার পার্সোনাল ডাক্তারের কাছে যান ও উনাকে দিন, দিলে উনি আপনাকে ফ্রি লিস্টের মধ্যে যোগ করবে। যোগ করা হয়ে যাওয়ার পর থেকে আপনি সব কিছু করতে পারবেন বিনা পয়সায়।
ভাল লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না…এবং আপনিও লিখুন আপনার জানা তথ্যগুলো ।
যদি আমাদের লেখার মাঝে কোন ভুলত্রুটি থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ধন্যবাদ সবাই ভাল থাকবেন।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]
student ra ai card ta korte parbe?
Obosshoy parbe..
ভাই আমি জানতে চাচ্ছি যে,একটা অপরেশন করার পর একজন রোগী কতদিন পর্যন্ত অজ্ঞান থাকে?
১০দিন কি কোন রোগীকে অপরেশন এর পর অজ্ঞান করে রাখা হয়??
ফ্রান্স যদি কেউ থাকেন তাহলে আমাকে প্লিজ জানাবেন,,,