আমেরিকাঃ পৃথিবীর অন্যতম সম্পদশালী দেশ আমেরিকা । এখানে বিবিএ পড়তে হলে আপনার যা প্রয়োজনঃ ১. আইএলটিএসঃ আইএলটিএস ছাড়াও আবেদন করা যায় । ন্যূনতম ৫.৫ ২. ব্যাংক স্পন্সরঃ ন্যূনতম ২৫ লক্ষ টাকা । ৩. খরচঃ আমেরিকায় অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে আপনি পড়তে পারবেন । বিশ্ববিদ্যালয়ভেদে ৪.৫ থেকে ৫ .৫ লক্ষ টাকা / per semester . কিন্তু জব করার সুযোগ থাকার কারণে কিছুটা টিউশন ফী নিজেই cover করা যায় । Virginia , Texas Wesleyan সহ বিভিন্ন স্টেট ইউনিভার্সিটি তে পড়তে পারবেননবা
ইংল্যান্ড [ UK ] :লন্ডনকে বলা হয় পৃথিবীর রাজধানী । এখানে পড়ার জন্য আপনার যা যা লাগবেঃ ১. আই এল টি এসঃ ৫.৫ ২. ব্যাংক স্পন্সরঃ ১২ – ১৪ লক্ষ টাকা । ৩. খরচঃ লন্ডনের অনেকগুলো বিশ্ববিদ্যালয়ে আপনি পড়তে পারবেন । যদি জব Permission সহ পড়তে চান, তাহলে আপনার সর্বনিম্ন খরচ হবে ৫,৭৫০ GBP Per Year . মানে ৭ লক্ষ ৮৭ হাজার ৭৫০ টাকা ।
এছাড়া সামর্থ্য থাকলে নিউজিল্যান্ড , অস্ট্রেলিয়া ও কানাডায় বিবিএ পড়তে পারবেন।
যারা স্কলারশিপ পেতে চান ,ও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে মেইল করুন এই ID –তে tanvir.misnbd@gmail.com অথবা ফোনেঃ 01977228828
বিঃদ্রঃ এই লেখা বা প্রচারনার সাথে আমিওপারি কোন ভাবে জড়িত না। কাজেই যদি কেউ এই লেখার পেক্ষিতে এদের সাথে যোগাযোগ করেন বা কোন প্রকার উদ্যোগ নিয়ে থাকেন তাহলে নিজ দায়িত্তে নিবেন। ধন্যবাদ।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]