• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালির রোমে সংবর্ধনা দেওয়া হল গিনেজ বুক এ রেকর্ড খ্যাত চিত্র শিল্পী রুহুল আমিন কাজলকে

Byমো: রাসেল

Nov 10, 2013

নিজের মেধা ও শ্রমকে কাজে লাগিয়ে বাংলাদেশকে বিশ্ব দরবারে তুলে ধরেছেন গিনেজ বুক এ রেকর্ড খ্যাত ডেনমার্ক প্রবাসী বাংলাদেশ এর চিত্র শিল্পী রুহুল আমিন কাজল। গত ৭ই নভেম্বর ২০১৩ইং রোমের তাজমহল রেষ্টুরেন্ট এ নন রেসিডেন্ট সাংবাদিক সমিতি ও বাংলা প্রেস ক্লাব ইতালি এর যৌথ উদ্যেগে এই চিত্র শিল্পীর ইতালি আগমনে সংবর্ধনার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা রাখেন উভা সংগঠনের প্রধান ও প্রবীন সাংবাদিক লৎফর রহমান। এ সময় চিত্র শিল্পী রুহুল আমিন কাজল বলেন- চার সপ্তাহ রঙতুলি দিয়ে দীর্ঘ ৫৫০মিটারের একটি রাস্তা আল্পনা করে গিনেজ বুক এ নাম লিখিয়েছেন। একজন শিল্পী হিসেবে বাংলাদেশকে এমন সম্মানজনক স্থানে এনে দিতে পাড়ায় নিজেকে গর্ভবোধ করেন তিনি। ইতালি বাংলা প্রেস ক্লাব এর সভাপতি মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের অন্যা‌ন্য সদস্যরাও বক্তব্য রাখেন। নিচের ভিডিওটি দেখুনঃ

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version