• Fri. Nov ১৫, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

তলিয়ে যাচ্ছে স্বপ্নের শহর ইতালির ভেনিস

ByLesar

May 16, 2013

ভেনিসকে ইউরোপের সবচেয়ে রোমান্টিক শহর বলা হয়। কিন্তু খুব দ্রুতগতিতে ডুবে যাচ্ছে সবার প্রিয় এই শহরটি। এটা ধীরে ধীরে হেলে পড়ছে পূর্বপ্রান্তের এড্রিয়াটিক সাগরের দিকে।
বিশ্বের যে কয়টি শহর মানুষকে তার সৌন্দর্য দিয়ে অভীভূত করে, ভেনিস তার মধ্যে একটি অন্যতম শহর। এই শহরের সৌন্দর্য, রূপ-গুণ মানুষকে তার দিকে টেনে নিয়ে যায়। ভেনিস উত্তর-পূর্ব ইতালির ভেনেতো অঞ্চলের একটি প্রধান শহর। পোপ ও পিয়েভ নদীর মুখে ছোট-বড় প্রায় ১২০টি দ্বীপ নিয়ে গড়ে উঠেছে এই শহরটি। পৃথিবীর অন্যতম একটি আকর্ষণীয় ও সৌন্দর্যমণ্ডিত শহর হচ্ছে ভেনিস। প্রতি বছর হাজার লোক সারা বিশ্ব থেকে এখানে আসে শুধু এর সৌন্দর্য দেখতে। ভেনিসের আয়তন মোট ৪১৪.৫৭ বর্গ কিলোমিটার, যার মধ্যে স্থল ভাগ ১৫৬.৮৪ বর্গ কিলোমিটার ও পানিতে ২৫৭.৭৩ বর্গ কিলোমিটার। ২০০৯ সালের আদমশুমারির তথ্য অনুযায়ী এই শহরের লোক সংখ্যা প্রায় ২ লাখ ৭০ হাজার ৬৬০ জন। এই শহরটি এখন ৫ গুণ দ্রুতগতিতে পানিতে ডুবে যাচ্ছে। এবং ধীরে ধীরে হেলে পড়ছে পূর্বপ্রান্তের এড্রিয়াটিক সাগরের দিকে। কিন্তু ভেনিসের পানির স্তর স্থিতিশীল রয়েছে। গত এক দশকজুড়ে প্রতিবছর ভেনিস ২ মিলিমিটার হারে পানিতে তলিয়েছে এবং পূর্বে হেলে পড়েছে। আগের গবেষণাগুলোতে এই হার উল্লেখ করা হয়েছিল বছর প্রতি ০ দশমিক ০৪ মিলিমিটার। ভেনিসের ১১৭টি দ্বীপ হ্রদের সংযোগ ভূমিগুলোও ডুবে যাচ্ছে। শহরটির উত্তরাঞ্চল প্রতিবছর ২ থেকে ৩ মিলিমিটার ডুবছে। আর একই সময়ে দক্ষিণাঞ্চল ডুবছে ৩ থেকে ৪ মিলিমিটার হারে। প্লেট টেকটনিক্সের মতো প্রাকৃতিক কারণে ডুবছে ভেনিস। এড্রিয়াটিক প্লেট বলয়ে আছে ভেনিস। এই প্লেট এপেনিনেস পর্বতমালার নিচ থেকে সরে যাওয়ার কারণে এ শহর এবং আশপাশের এলাকা হেলে পড়ছে। ভেনিসে বন্যার প্রবণতাও অনেক বেশি। ফলে শহরের অধিবাসীদের এখন সারাবছরজুড়ে প্রায় সময়ই কাঠের সাঁকোর ওপর দিয়ে হাঁটতে হয়। ভেনিস শহরটি সবার কাছে স্বপ্নের শহর হিসেবে পরিচিত। তাই অনেকে এর নাম দিয়েছে ‘রা ডমিন্যান্তে’।

উল্লেখ্য আজ সকাল থেকে শহরটির বেশ কিছু এলাকা পানিদিয়ে তলিয়ে যায় নিচে কিছু ছবি দেওয়া হোল।

 

 

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান। ]]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *