নাজমুল হোসেন…………..
সমলিঙ্গ দম্পতিদের একজন মার্কিনি এবং অন্যজন ভিনদেশী হলে, স্ত্রী-পুরুষ দম্পতিদের মতোই সেই ভিনদেশী গ্রিনকার্ডের অধিকারী হবেন। এতদিন পর্যন্ত আমেরিকায় ডিফেন্স অব ম্যারেজ অ্যাক্টের (ডোমা) সমস্ত সুবিধাগুলির সঙ্গে গ্রিন কার্ডের সুবিধাও শুধু বিষম লিঙ্গের দম্পতিরাই পেতেন।কিন্তু বুধবার আমেরিকার সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়ে কর ছাড়, স্বাস্থ্য ও পেনশন সংক্রান্ত সুযোগ সুবিধা গুলোর সঙ্গে গ্রিন কার্ডেরও সুবিধা পেতে চলেছেন আমেরিকায় বসবাসকারী সমলিঙ্গের দম্পতিরা। এর ফলে সুবিধা পাবেন আমেরিকায় বসবাসকারী ভারতীয় সমকামী মানুষেরাও যাঁদের ভালবাসার মানুষ আমেরিকান।বহুদিন ধরেই মার্কিনি গে বা লেসবিয়ানরা তাঁদের সমলিঙ্গের ভিনদেশী সঙ্গী বা সঙ্গীনিদের জন্য গ্রিন কার্ডের দাবি জানিয়ে আসছেন। কালকের রায়ের ফলে সেই দাবি স্বীকৃতি পেল। বুধবারই কার্লিফোর্নিয়ায় সমলিঙ্গের দম্পতিদের সমানাধিকার সংক্রান্ত রায়ে শিলমোহর দিয়েছে মার্কিন সুপ্রিম কোর্ট।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]