• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ফ্রান্সের সুপ্রিম কোর্ট বাংলাদেশকে নিরাপদ রাষ্ট্রের তালিকা থেকে প্রত্যাহার করেছে।

Byadilzaman

Jun 2, 2013

অবশেষে বাংলাদেশকে নিরাপদ রাষ্ট্রের তালিকা থেকে বাদ দেয়ার নির্দেশ দিয়েছেন ফ্রান্স সুপ্রিম কোর্ট । ফ্রান্সের আইনজীবী এসোসিয়েশনের করা একটি রিটের পরিপ্রেক্ষিতে ১৫ ফেব্রুয়ারী শুনানী শেষে ৪ মার্চ এক রায়ে ফ্রান্সের সর্বোচ্চ আদালত ”রাজনৈতিক আশ্রয় প্রার্থীতার ক্ষেত্রে বাংলাদেশ নিরাপদ” OFFICE  FRANCAIS DE PROTECTION DES REFUGIES ET APATRIDES (OFPRA)  এর এই সিদ্ধান্তকে বাতিল ঘোষণা করেছে। গত ৮ ই  ডিসেম্বর ২০১১  তারিখে OFPRA বাংলাদেশকে নিরাপদ রাষ্ট্রের তালিকায় অন্তর্ভুক্ত করে। আর এরপর থেকে বাংলাদেশীরা  PRIORITY PROCEDURE এর অন্তর্ভুক্ত হওয়ায়  ফ্রান্সে রাজনৈতিক আশ্রয়ের পথ দুরূহ হয়ে পড়ে।    এই রায়ের ফলে OFPRA  ইতিমধ্যে বাংলাদেশে নিরাপদ রাষ্ট্রের তালিকা থেকে বাদ দিয়েছেন । ফলে  বাংলাদেশীরা  ফ্রান্সে Asylum   এর মাধ্যমে বসবাসের সুযোগ  বা   রাজনৈতিক আশ্রয় লাভের ক্ষেত্রে  আগের মতই অগ্রাধিকার পাবেন । দেশের চলমান রাজনৈতিক সংকটের মুহূর্তে ফ্রান্স বাংলাদেশকে নিরাপদ দেশের তালিকা থেকে প্রত্যাহার করায় বিষয়টি দেশের ভাবমূর্তির জন্য ক্ষতিকর হলেও অনেকেই বলছেন বর্তমান সময়ে বাংলাদেশ সত্যিকার অর্থেই ঝুঁকিপূর্ণ।

বিস্তারিত নিচের ভিডিওটি দেখুনঃ

[youtube JpKVKcwcJPU?modestbranding=1&rel=0 nolink]

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *