কেটে গেলে চিকিত্সকেরা ক্ষতস্থান সেলাইয়ের জন্য বিশেষ সুচ ব্যবহার করেন। সম্প্রতি যুক্তরাষ্ট্রের গবেষকেরা অস্ত্রোপচারের কাঁটা-ছেঁড়া সেলাই করার নতুন একটি পদ্ধতি উদ্ভাবন করেছেন। এ পদ্ধতিতে কাটা স্থান থেকে বের হওয়া তরল রোধে লেজার ও স্বর্ণের রাং ব্যবহার করে ক্ষতস্থানটি ঝালাই করে দেওয়া হয়।
গবেষকেদের দাবি, এ পদ্ধতি নিরাপদ ও দ্রুত কাঁটা-ছেঁড়া শুকাতে সাহায্য করবে।
প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট গিজম্যাগের একটি প্রতিবেদনে বলা হয়েছে, আমেরিকান কেমিক্যাল সোসাইটির গবেষকেরা সম্প্রতি স্বর্ণ উপাদানে তৈরি সেই সেলাই উপাদান প্রাণীদেহে পরীক্ষা করে সফল হয়েছেন।
গবেষকেরা আশা করছেন, অস্ত্রোপচারের সময় প্রয়োজনীয় সেলাইয়ের বিকল্প হিসেবে এ পদ্ধতি ব্যবহার করা যাবে।
গবেষকেরা পদ্ধতিটির নাম দিয়েছেন ‘লেজার টিস্যু ওয়েল্ডিং’ বা এলটিডব্লিউ। তাঁরা পদ্ধতিটির অধিকতর উন্নয়নে কাজ চালিয়ে যাবেন।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]