ইতালীতে বাংলাদেশি প্রবাসীদের বসবাসের প্রধান স্থান ইতালীর রাজধানী রোমের পরে দ্বিতীয় স্থান হিসেবে দখল করে রেখেছে ইতালীর মিলান নগরী। মিলানোতে বর্তমানে দূতাবাস থেকে শুরু করে বিমান বাংলাদেশের সরাসরি ফ্লাইট সহ গড়ে উঠেছে নানান ধরনের ব্যবসা প্রতিষ্ঠান। এক সময় মাত্র ৩০ থেকে ৩৫ জন বাংলাদেশী প্রবাসী মিলে শুরু করেছিলেন তাদের মিলান যাত্রা অবশেষে তারা জয় করে নিয়েছে এই মিলান নগরীকে। যেখানে এখন হাজার হাজার প্রবাসী জীবন যাপন করছে । তাদের নিয়েই বিদেশ টিভির পক্ষ থেকে এই প্রতিবেদন। বিস্তারিত নিচের ভিডিওটি দেখুন।
[youtube UMeZjB9KNHs?modestbranding=1&rel=0 nolink]
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]