মাঈনুল ইসলাম নাসিম : বিদেশে নতুন নতুন শ্রমবাজার সন্ধানে নিদারুণ ব্যর্থতা ঢাকতে বাংলাদেশ সরকার এবার ‘জেনে শুনে বিষপান’ করতে যাচ্ছে সৌদি আরবে নারী গৃহকর্মী পাঠাবার মধ্য দিয়ে। তারই অংশ হিসেবে চলতি মাসের ৫ থেকে ২৮ তারিখ সারা দেশের ইউনিয়ন ও পৌরসভা তথ্য সেবাকেন্দ্র এবং জেলা কর্মসংস্থান কার্যালয়গুলোতে একযোগে চলবে ‘আত্মঘাতী’ এই নিবন্ধন প্রক্রিয়া। নারী শ্রমিকদের ভয়াবহ নির্যাতন থেকে বাঁচাতে ইন্দোনেশিয়া ফিলিপাইন ও শ্রীলংকা যেখানে সৌদি আরবে ‘হাউজ মেইড’ প্রেরণ বন্ধ করে দিয়েছে, কেনিয়া ও ইথিওপিয়ার নারী গৃহকর্মীরা যেখানে বছরের পর বছর ভয়ংকর রকম নির্যাতিতা সৌদি আরবে, সেখানে বাংলাদেশ সরকার সব জেনে শুনে তথা স্বেচ্ছায় ‘বলি’ দিচ্ছে দেশের অবলা নারীদের।
সৌদি আরবে বিভিন্ন দেশের নারী গৃহকর্মীদের বছরের পর বছর ধরে বাসা-বাড়ীর মালিকরা যেভাবে মানসিক-শারীরিক ও যৌন নির্যাতন করে থাকে এবং ‘হাউজ মেইড’ হিসেবে এনে যেভাবে ‘সেক্স স্লেভস’ বা যৌনদাসী হিসেবে ব্যবহার করে তার লোমহর্ষক সব ভিডিওচিত্র বিভিন্ন স্যোশাল মিডিয়াতে ‘ভাইরাল’ হলেও সরকারের রোষানলে পতিত হবার আশংকায় বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াতে তা তুলে ধরা হচ্ছে না। ফলে অশিক্ষিত-অল্পশিক্ষিত নিরীহ নারীদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলার পাশাপাশি তাদের ইজ্জত-সম্ভ্রম নিলামে তুলে দিতে মরিয়া আজ প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রনালয়। দেশটির প্রধানমন্ত্রী নিজে নারী হয়ে বিদেশগামী মা-বোনদের ভালো-মন্দ দেখভাল করতে আদৌ আন্তরিক কি-না সেটাই লাইমলাইটে আসছে এখন জোরেশোরে।
সোমবার ঢাকার ইস্কাটনস্থ প্রবাসী কল্যাণ ভবনে নারী নিবন্ধন প্রক্রিয়ার ঘোষণা দিয়ে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক শামসুন্নাহার বলেন, “সৌদি সরকারের চাহিদার আলোকে খুব শিগগির দেশটিতে নারী শ্রমিক পাঠাতে হবে। তাছাড়া হংকংসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও নারী শ্রমিকের চাহিদা রয়েছে”। মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের উপস্থিতিতে শামসুন্নাহোরের উপরোক্ত বক্তব্যে সত্য-মিথ্যা দু’টোই প্রকাশিত হয়েছে সমান তালে। বিএমইটি’র মহাপরিচালক অপ্রিয় যে সত্য কথাটি বলে ফেলেছেন তা হচ্ছে “নারী শ্রমিকদের পাঠাতে হবে খুব শিগগির” কারণ চাহিদার আলোকে শুধুমাত্র নারী শ্রমিক নেবার জন্যই সীমিত পরিসরে বাংলাদেশের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছিল সৌদিরা। হংকংসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশেও নারী শ্রমিকের চাহিদার কথা তিনি বলেছেন মূলতঃ নিরীহ নারীদের ধোকা দিয়ে সৌদির নিবন্ধনে সামিল করতে।
প্রসঙ্গত, জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর মহাপরিচালক এই শামসুন্নাহারই কিছুদিন আগে দুবাই ও লেবাননে বাংলাদেশী নির্যাতিতা নারীদের ‘চোখের জল’ নিয়ে চরম ঠাট্টা-মস্করা করে বলেছিলেন, “বিদেশে নারী শ্রমিক নির্যাতনের দু’একটা ঘটনা ঘটলেই সবাই হৈ-চৈ শুরু করে”। ঢাকার কথিত নারীবাদীরা শামসুন্নাহার গংদের মুখোশ উন্মোচন না করে উল্টো নাকে সরিষার তেল দিয়ে ঘুমিয়ে থাকলেও দেশ-বিদেশের পর্যবক্ষক মহল বলছেন, ছলচাতুরী না করে দেশের গরীব মেয়েদের মধ্যপ্রাচ্যে ‘যৌনকর্মী’ বা ‘যৌনদাসী’ হিসেবে পাঠাবার কেন প্রস্তাব দিচ্ছে না সরকার ? তাহলে তো এসব নিয়ে আর হৈ চৈ হয় না এবং যারা এসব দেখভালের সরকারী দায়িত্বে আছেন, তাদেরও আর ‘তেমন কিছুই হয়নি’ বা ‘বিচ্ছিন্ন ঘটনা’ এমন সব গাঁজাখোরী যুক্তি দেখাতে হয় না।
সৌদি আরবে বিভিন্ন দেশের নারী গৃহকর্মীদের ভয়াবহ পরিণতির সামান্য কিছু ভিডিওচিত্র স্বচক্ষে দেখার সুবিধার্থে ২০টি ইউটিউব লিংক নিম্নে সন্নিবেশিত হলো :
01 – https://www.youtube.com/watch?v=rOitB1dWVEg
02 – https://www.youtube.com/watch?v=xi75HVagtZc
03 – https://www.youtube.com/watch?v=M3JD4Wyt9mM
04 – https://www.youtube.com/watch?v=N4JiXwG2OXw
05 – https://www.youtube.com/watch?v=GaKR9BSBVmE
06 – https://www.youtube.com/watch?v=SWh3ohoO99U
07 – https://www.youtube.com/watch?v=Ax3uqewFzJo
08 – https://www.youtube.com/watch?v=zCA44dAS-zc
09 – https://www.youtube.com/watch?v=at4ZqT-cnd8
10 – https://www.youtube.com/watch?v=4vy6W2UKbSI
11 – https://www.youtube.com/watch?v=S1XSEaHYnxw
12 – https://www.youtube.com/watch?v=mlr55KDGP3E
13 – https://www.youtube.com/watch?v=iiSmL88BOVk
14 – https://www.youtube.com/watch?v=vGYdykOs4z8
15 – https://www.youtube.com/watch?v=ClwjaX5Hmq4
16 – https://www.youtube.com/watch?v=UV_-q9DyT7Q
17 – https://www.youtube.com/watch?v=ohNZtFCf_BM
18 – https://www.youtube.com/watch?v=4EZRv6WvzeM
19 – https://www.youtube.com/watch?v=vdVdNo4VSsI
20 – https://www.youtube.com/watch?v=5R29GHGUp0M