• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

সহজ বাংলায় ফরাসি ভাষা শিখুন ভিডিও টিউটোরিয়াল সহ (৩য় পর্ব)

ByFrancais avec Rabbani

Nov 24, 2014

প্রিয় আমিওপারির সম্মানিত পাঠক বৃন্দ আশা করি আপনারা মহান সৃষ্টি কর্তার অশেষ রহমতে ভালোই আছেন।বরাবরের মতো আমাদের টিম আপনাদের জন্য নতুন  একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে হাজির।আমাদের আজকের বিষয় ঘরে বসে অনলাইনে ভিডিও টিউটোরিয়াল দেখে দেখে কিভাবে ফ্রান্স বা ফরাসি ভাষা শিখবেন? আমরা অনেক আনন্দের সাথে জানাচ্ছি যে আপনাদের দোয়ায় আমিওপারি ধীরে ধীরে সবার মনে স্থান করে নিচ্ছে। আর এর সম্পূর্ণ কৃতিত্ব আপনাদের। যাই হোক আমাদের টিম ইতিমধ্যে ইতালিয়ান ভাষার উপর বিভিন্ন ভিডিও টিউটোরিয়াল প্রকাশ করেছে, যা অনুসরণ করে আপনারা ইতালিয়ান ভাষা শিখতে পারবেন। আমাদের ইতালিয়ান ভাষার উপর সেই ভিডিও টিউটোরিয়াল গুলো দেখতে চাইলে এখানে ক্লিক করে দেখে নিতে পারেন। আর যারা ফরাসি ভাষা শিখতে আগ্রহী তারা নিচের বিস্তারিত দেখুন।

বন্ধুরা ফরাসি ভাষা নিয়ে এটি আমাদের তৃতীয় পর্ব।আর  আজকের পর্বে আমরা ক্রিয়ার ধাতুরূপ সম্পর্কে জানবো। যেটাকে ফরাসিতে বলা হয় Le conjugaison এবং ইংরেজিতে বলা হয় The conjugaison ।আমরা এখানে ফরাসি ভাষায় কিছু গুরুত্বপূর্ণ ক্রিয়া নিয়ে আলোচনা করবো, যা আপনাদের সবার মুখে মুখে থাকতে হবে, এবং এই বিষয় গুলো ভালো করে মুখস্ত করে ফেলতে হবে, যেমন আমির জন্য কি হয়? তুমির জন্য কি হয়? সে এর জন্য কি হয়? যেমন আমরা যদি আপনাকে বলি গান গাওয়া নিয়ে ক্রিয়ার ধাতুরূপ গুলো বলেন!! তাহলে হবে এরকম… আমি গান গাই, তুমি গান গাউ, সে গান গায় ইত্যাদি ইত্যাদি। বন্ধুরা আসুন তাহলে এই বিষয়টি নিচের ছবি ও ভিডিও থেকে ভালো করে দেখে ও শিখে নেই।

এবার ভালো করে নিচের ভিডিওটি লক্ষ্য করুণঃ

[youtube Et7VaMSOxe8?modestbranding=1&rel=0 nolink]

ফরাসি ভাষার প্রতিটি পর্বের লিঙ্ক নিন্মে দেওয়া হল।

সহজ বাংলায় ফরাসি ভাষা শিখুন ভিডিও টিউটোরিয়াল সহ (১ম পর্ব)

সহজ বাংলায় ফরাসি ভাষা শিখুন ভিডিও টিউটোরিয়াল সহ (২য় পর্ব)

সহজ বাংলায় ফরাসি ভাষা শিখুন ভিডিও টিউটোরিয়াল সহ (৩য় পর্ব)

যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন।তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।

Francais avec Rabbani

Français Avec Rabbani ফ্রান্সে বসবাসরত বাঙালিদের মাঝে সৃষ্টি করেছে ফরাসি ভাষা শেখার প্রতি প্রবল আগ্রহ। আজকে আমাদের এই উদ্যোগ গুলোর মাধ্যমে অনেকের মনে এক বিশ্বাসের জন্ম হয়েছে যে হ্যাঁ আমিও ফরাসি বলতে পারব। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা: রাব্বানী ০৬ ২৯ ৬৫ ১৮ ১৭ 15 Boulevard de la Chapelle, 75010

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *