• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

১০ ধরনের ভারতীয় ভিসার আবেদনে বিশেষ ছাড়

Byexperience

Nov 20, 2014

অ্যাপয়েনমেন্ট তারিখ ছাড়াই সাময়িকভাবে ১০ প্রকারের ভিসা আবেদন গ্রহণ করবে ভারত।চট্টগ্রাম, সিলেট ও রাজশাহী ভিসা আবেদন কেন্দ্রে এ আবেদন গ্রহণ করা হবে বলে দূতাবাস সূত্রে জানা গেছে। ভিসা আবেদন প্রক্রিয়ায় গতি আনতে সাময়িকভাবে ব্যবসায়ী, চিকিৎসক, রোগী, শিক্ষার্থী, গবেষক, সাংবাদিক, সম্মেলনে গমনেচ্ছু, চাকুরিজীবী, রাষ্ট্রীয় পৃষ্টপোষকতায় আমন্ত্রিত এবং ট্রানজিট পেতে ইচ্ছুক ব্যক্তিদেরই এ সুযোগ দেয়া হচ্ছে।তবে, ট্যুরিস্ট ভিসার ক্ষেত্রে এ নিয়ম কার্যকর হচ্ছে না। আগামী ২৫ নভেম্বর থেকে আবেদনকারীরা এ সুযোগ পাবেন।তবে, সংশোধিত পদ্ধতি হিসেবে নিচের ধাপগুলো অনুসরণ করতে বলা হয়েছে। আবেদনকারীদের প্রথমে indianvisaonline.gov.in এ গিয়ে অনলাইন ফরম পূরণ করতে হবে। সেখানে ঠিকভাবে নিজের ভিসা ক্যাটাগরি নিশ্চিত করতে হবে।পরে ফরমের পূর্ণাঙ্গ কপি প্রিন্ট করে ভিসা আবেদন কেন্দ্রে প্রয়োজনীয় কাগজপত্র এবং ভিসা প্রক্রিয়াকরণ ফিসহ জমা দিতে হবে। অনলাইনে নিবন্ধনের চারদিনের ভেতর সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত অফিস চলাকালীন সময়ে (রোববার-বৃহষ্পতিবার) আবেদন জমা দিতে নতুন নিয়মে বলা হয়েছে। এ সম্পর্কিত বিস্তারিত নিয়ম www.ivacbd.com or www.hcidhaka.gov.in এ পাওয়া যাবে।ট্যুরিস্ট ভিসার বিস্তারিত প্রক্রিয়া www.ivacbd.com এ উল্লেখ রয়েছে। আবেদন পত্র গ্রহণ করে একটি প্রিন্টেট রশিদ দেয়া হবে, যেখানে ভিসা প্রক্রিয়ার তারিখ উল্লেখ থাকবে। পরে, রশিদটি দিয়ে পাসপোর্টসহ ভিসা পাওয়া যাবে।ভিসা পেতে প্রার্থীদেরকে সঠিকভাবে নিজের মুঠোফোন নম্বর ও ইমেইল এড্রেস লিখতে বলা হয়েছে, যাতে প্রার্থীর সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ করা যায়। কোন ধরণের অসম্পুর্ণ তথ্যের জন্য ভিসা প্রক্রিয়ায় দেরী হতে পারে।ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রের পক্ষ থেকে সবসময়ই কোন ধরণের দালাল বা প্রতিনিধির আশ্রয় নিতে নিষেধ করা হয়েছে। একইসঙ্গে এ ধরণের কোন অপতৎপরতার জন্য নিকটস্থ পুলিশ স্টেশনকে জানানোর পরামর্শ দেয়া হয়েছে।

One thought on “১০ ধরনের ভারতীয় ভিসার আবেদনে বিশেষ ছাড়”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *