ইংলিশ টেস্টে জালিয়াতির অভিযোগে ব্রিটেনের ৬০টি শিক্ষা প্রতিষ্ঠানের লাইসেন্স বাতিল করেছেন ব্রিটিশ ইম্মিগ্রেশন ও হোম অফিস। আরও ১৪টি বিশ্ব বিদ্যালয়ের বিরুদ্ধে তদন্তে নেমেছে সরকার এতে বিপাকে পরেছেন ব্রিটেনে অদ্ধায়নরত বাংলাদেশি সহ ৫০ হাজার বিদেশি শিক্ষার্থী।
“লন্ডন” পুরো বিশ্বের লাখ লাখ শিক্ষার্থীর কাছে পড়াশোনার জন্য স্বপ্নের একটি শহর! অথচ এই শহরে উচ্চ শিক্ষার স্বপ্ন ধূলিসাৎ হতে বসেছে ৫০ হাজারের বেশি বিদেশি শিক্ষার্থীর। ব্রিটেনে ৫৭ টি প্রাইভেট কলেজ ও ৩ টি বিশ্ববিদ্যালয়ের বিদেশি শিক্ষার্থী পড়ানের লাইসেন্স স্থগিত করায় বিপাকে এই সব শিক্ষার্থীরা। বিস্তারিত দেখুন লন্ডন সিনিয়র রিপোর্টার শাহ্নেওয়াজ রকির রিপোর্টের ভিডিওটি।
[youtube aeW59BhehX8?modestbranding=1&rel=0 nolink]