সৌদি আরবের তায়েফ অঞ্চল থেকে জুয়া খেলার সময় ১১ জন বাংলাদেশি শ্রমিককে হাতেহাতে আটক করেছে সৌদি পুলিশ। এসময় পুলিশ তাদের কাছ থেকে ২১ হাজার ৩৮৮ রিয়াল জব্দ করা হয়।দেশটির মক্কা এলাকার পুলিশের মুখপাত্র ড. আথে আল-কুরাইশি বলেছেন, পুলিশ ঘটনা টের পেয়ে ঐ এলাকায় তল্লাশি চালাতে গিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪ টি ছুরিও উদ্ধার করা হয় বলে তিনি উল্লেখ করেন।এ বিষয়ে জেদ্দায় বাংলাদেশ দূতাবাসের লেবার কাউন্সিলর মোকাম্মেল হোসেন বলেছেন, আমি এ ঘটনা সম্পর্কে শুনেছি। তবে এখনো বিস্তারিত কিছু জানতে পারিনি।
তিনি আরো বলেন, যদি বাংলাদেশি এসব শ্রমিক দোষী প্রমাণিত হয় তাহলে তাদের কমপক্ষে ৬ মাস অথবা একবছর কারাভোগ করতে হবে এবং ১ হাজার থেকে ১২০০ রিয়াল জরিমানা দিতে হতে পারে।
সম্পর্কিত আরো কিছু পোস্ট দেখতে পারেন...
ব্রাজিলীয় তরুনীর সতীত্ব বিক্রি!
১৩ বছর দূতাবাস না থাকায় পোল্যান্ড-বাংলাদেশ সম্পর্কের ছন্দপতন
মেক্সিকোতে পরিচিতি পাচ্ছে বাংলাদেশ, আছে সহনীয় ইমিগ্রেশন আইন!
ফেসবুক বান্ধব বাংলাদেশ দূতাবাস চাই
সাদিয়ার পরকীয়া প্রেম আরো কালো টাকার নেশাই ডুবিয়েছিল রাষ্ট্রদূত গওসোলকে
৪৪ বছরে বাংলাদেশের কোন সরকার প্রধান নিউজিল্যান্ড সফর করেননি