ইতালির বিখ্যাত শহর ভেনিসের অস্থায়ী শহীদ মিনারে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন করলো ভেনিস বাংলা স্কুল । ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করলো ইতালিয়ানসহ প্রবাসী বাংলাদেশী, দেশী-বিদেশী সর্বস্তরের রাজনৈতিক ও সামাজিক সংগঠন । মেসত্রে ভেনিসের পিয়াচ্ছা ফেরেত্তো তে অস্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন গ্রুপ্পো দি লাভোরো ভিয়া পিয়াভের কর্মকর্তা ইতালো ত্রেনতিন, ভেনিস কমুনের শিক্ষাবিষয়ক কর্মকর্তা মারতা আনসেলমি, পালমা গাছপারিনি, মালদোভা এসোসিয়েশনের সভাপতি এজেনিয়া, বাংলাদেশ আওয়ামী লীগ-ভেনিস, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বি.এন.পি-ভেনিস সহ দেশী-বিদেশী রাজনৈতিক ও সামাজিক সংগঠন । অস্থায়ী শহীদ মিনারে উপস্থিত প্রবাসী বাংলাদেশীদের উদ্দেশ্যে ভেনিস বাংলা স্কুলের সভাপতি জনাব সৈয়দ কামরুল সারোয়ার বলেন, বাংলাদেশের সঠিক ইতিহাস জানতে আপনার বাচ্চাকে বাংলা স্কুলে পাঠান, বাংলা শিক্ষা দিন । আরও উপস্থিত ছিলেন জনাব নান্নু সরদার, বিশিষ্ট সাংবাদিক পলাশ রহমান, মোঃ আশিক পলস্, আমিনুল হাজারী সহ অনেকে । পরিশেষে সকলে ভেনিসে অতি শীঘ্রই স্থায়ী শহীদ মিনার নির্মানের আশাবাদ ব্যক্ত করেন ।
ইতালির ভেনিসে!! ভেনিস বাংলা স্কুলের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শ্রদ্ধা নিবেদন।
ইতালির নগরী ভেনিস ও পার্শ্ববর্তী এলাকার সেহেরী ও ইফতারের সময়সূচী
ইতালীর নগরী ভেনিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত
ইতালীর ভেনিস নগরীতে স্থায়ীভাবে বাংলা স্কুল প্রতিষ্ঠিত
ইতালির ভেনিসে ১৬ বছর বয়সীদের কাছে বিয়ার বিক্রি করায় বাংলাদেশি দোকান মালিকের জরিমানা।
প্রতিটি ইতালিয়ান প্রবাসীর এই লেখাটি পড়া দরকার "লা বিয়েন্নালে দি ভেনেচ্ছিয়া"
তলিয়ে যাচ্ছে স্বপ্নের শহর ইতালির ভেনিস