• Mon. Dec ২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালির ভেনিসে ১৬ বছর বয়সীদের কাছে বিয়ার বিক্রি করায় বাংলাদেশি দোকান মালিকের জরিমানা।

Byadilzaman

Aug 16, 2013

ইতালির বেরগামো নামক এলাকার একটি ১৬ বছরের নাবালকের কাছে ইতালির নগরী ভেনিসের ইয়েজোলো নামক এলাকার বাংলাদেশি মালিকানাধীন মিনি মার্কেটের মালিক বিয়ার বিক্রি করার অপরাধে তাকে ৫০০ ইউরোর একটি জরিমানা করা হয়।গিস্মের ছুটিতে ঘুরতে আশা ঐ অল্পবয়সীদের মধ্যে এক জনকে ১২ অগাস্ট এলাকার লোকাল পুলিশে কর্মরত এক কর্মকর্তার পরিবারের সাথে বিয়ার খেতে দেখে ব্যাপার টি নজরে রাখে, ঠিক তার পরের দিন ওদের সরাসরি বিয়ার খেতে দেখলে পুলিশ ওদের জিজ্ঞাসা করে, কোথা থেকে বিয়ার কিনেছো, ওঁরাও দেখিয়ে দেয় সেই দোকান। অবশেষে ঐ দোকানের মালিক জেনে কাজটি করছে? না না জেনে কাজটি করছে? এই প্রশ্নের উত্তর পেতে, এলাকার লোকাল পুলিশ অন্য একটি নাবালককে সেই দোকানে পাঠায় এবং ওকে শিখিয়ে দিয়ে বলে তুমি ঐ দোকানে একটি বিয়ার কিনে দোকানেই বিয়ারটি খুলবে এবং খাওয়ার ভান করবে। যেমন কথা তেমন কাজ, অবশেষে ওদের পরীক্ষায় বাঙ্গালী দোকানের মালিক ফেল মারে এবং তাকে ৫০০ ইউরোর মুলতা করা হয়। তাই আপনাদের যারা ইতালিতে ব্যবসা বাণিজ্য করেন তারা অবশ্যই মনে রাখবেন শুধু টাকা অর্জন করার লক্ষেই ব্যবসা করলে হবে ন? আপনার সততা এবং নিয়ম মেনেই ব্যবসা করতে হবে।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]] আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস  তাই এগুলো থেকে  বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। আমাদের ফেসবুক ফ্যানপেজে যেতে এখানে ক্লিক করুন।  এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধররেন বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। জানতে এখানে ক্লিক করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *