প্রিয় আমিওপারি পাঠক বৃন্দ শুরুতেই মহান সৃষ্টি কর্তার নাম নিয়ে শুরু করছি। আজকে আমরা একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা নামাজ পড়েন কিন্তু সঠিক ভাবে আদায় করে থাকেন না। যেটি অনেকে ভুল করে বা না জেনে করে থাকেন। বিশেষ করে প্রবাসে বেঁড়ে উঠা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে অনেকেই জানেনা কিভাবে পরিপূর্ণ ও সঠিক ভাবে সালাত আদায় করতে হয়। এর মধ্যে আমিওপারি টিম প্রবাসের এই ছেলে-মেয়েদের সাথে কথা বলে একটি জরিপে জানতে পেরেছে, যে ওদের মধ্যে অনেকেই পাঁচ ওয়াক্ত নামাজ কিভাবে পরতে হয় এর সম্পর্কে সঠিক তথ্য জানে না। এবং ওরা লজ্জার কারনে অন্যকে এই বিষয় গুলো নিয়ে প্রস্নও করতে পারেনা। কাজেই আমরা মনে করি এই ব্যাপারটি ওদের সাথে সাথে আমাদের জন্যও অনেক লজ্জার একটি ব্যাপার। কেননা প্রবাসের মাটিতে আমরা যদি আমাদের সন্তানদের ইসলামের সঠিক তথ্য না দেই বা ওদের এই সব গুরুত্বপূর্ণ বিষয় গুলো না শিখাই তাহলে ওরা কার কাছ থেকে শিখবে? কাজেই আমরা আপনাদের সবার কাছে বিনীত অনুরোধ করবো! এই যে, আপনারা যত বেস্তই থাকেন না কেনো? আপনার সন্তানদের প্রতি লক্ষ্য রাখবেন এবং ওদের কে এই বিষয় গুলো হাতে ধরে শিখীয়ে দিবেন। কেননা আপনার এই অবহেলার জন্য এই সময় আপনাকেই জবাব দিতে হবে। এবং আজকে আপনার সন্তান যদি সঠিক ভাবে ইবাদত করতে না পারে তাহলে আপনার জন্য কেউ দোয়া চাওয়ার মতো থাকবে না?
বিঃদ্রঃ আমিওপারি টিম প্রবাসে বেঁড়ে উঠা শিশু কিশোরদের জন্য একটি পদক্ষেপ নিতে যাচ্ছে। যেখানে ইতালির নাম করা একজন ভালো ইমাম কে এই দায়িত্ব দেওয়া হবে। যিনি আমিওপারির মাধ্যমে সবার ইসলামিক সকল বিষয়ের প্রশ্নের উত্তর দিবে। আমিওপারি সাইটের কমেন্ট এর মাধ্যমে। যার ফলে যারা লজ্জার পাওয়ার ভয়ে এসব বিষয় গুলো নিয়ে আলাপ আলোচনা করতে পিছপা হন তারা আমিওপারিতে কমেন্ট এর মাধ্যমে আপনাদের যে কোন প্রশ্ন করতে পাড়বেন। এবং ইতালির ভালো একটি মসজিদের ইমাম দ্বারা তাদের এই প্রশ্নের যথার্থ উত্তর দেওয়া হবে। আমরা আশা করি প্রবাসের মাটিতে আমাদের এই পদক্ষেপ আপনাদের আরো এক ধাপ এগিয়ে রাখবে ইসলামিক বিষয়ে জ্ঞান অর্জন করার ক্ষেত্রে। তোঁ বন্ধুরা সেই পর্যন্ত আমাদের সাথেই থাকুন আমাদের পরিবারের একজন সদস্য হয়ে। আর নিচে দেওয়া ভিডিওটি দেখে জেনে নিন সঠিক ভাবে সালাত আদায় করার নিয়ম। ধন্যবাদ।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]