হজের আনুষ্ঠানিকতার চূড়ান্ত পর্যায়ে আরাফাতের ময়দানে দাঁড়ানো অবস্থায় দেখার ক্ষমতা ফিরে পান ৭০ বছর বয়স্কা নাফিসা আল কুরমাজি।
তিনি জানান, দেড় বছর আগে স্ট্রোকের ফলে দৃষ্টিশক্তি হারিয়ে যায় তার। স্ট্রোকের তীব্রতা ও বয়সের কারণে ডাক্তাররা তার দৃষ্টিশক্তি পুনরায় ফিরে আসাকে অসম্ভব বলে ঘোষণা করেছিলেন। কিন্তু দুই ছেলে ও তিন মেয়ের মা এই বৃদ্ধা কখনও আল্লাহর অশেষ ক্ষমতার ওপর আস্থা হারাননি এবং সব সময়ই দৃষ্টি শক্তি ফিরে পাওয়ার জন্য প্রার্থনা করতেন বলে জানান।
কুরমাজি বলেছেন, তিনি আরাফাতের ময়দানে দোয়ার মাত্রা বাড়িয়ে দেয়ার সিদ্ধান্ত নেন এবং আল্লাহ তাকে হতাশ করবেন না বলে নিশ্চিন্ত ছিলেন। দোয়া পড়ার সময় হঠাৎ তার চোখের দৃষ্টিশক্তি ফিরে আসে বলে তিনি জানান।
নাফিসা আল কুরমাজি বলেন, “ আমার তাবুর অন্য হজযাত্রীরা আমার আনন্দের কান্না দেখে একসঙ্গে ‘আল্লাহু আকবার’ (আল্লাহ সর্বশ্রেষ্ঠ) বলে শ্লোগান দিতে থাকেন।” তিনি বলেছেন, “তিউনিশিয়া থেকে মক্কা-মদীনা আসা পর্যন্ত আমি কেবল একটি স্বপ্নই দেখেছি, আর তা হল মক্কা ও মদীনার পবিত্র স্থানগুলোকে দেখা। মহান আল্লাহকে ধন্যবাদ, আমি এখন দেখতে পাচ্ছি এবং যে কোনো স্থানে হেঁটে যেতে পারছি কারো সাহায্য নেয়া ছাড়াই।”
আরাফাতের ময়দানে হজযাত্রীদের দেখতে পেয়ে আনন্দে আত্মহারা হয়ে পড়েন কুরমাজি। এ প্রসঙ্গে তিনি বলেছেন, এমন দৃশ্য যে দেখতে পাব তা কখনও ভাবতে পারিনি। “ আল্লাহ পৃথিবীর সবচেয়ে পবিত্র স্থানে আমার দৃষ্টিশক্তি ফেরত দিয়েছেন।”
সম্প্রতি সুদানের এক বৃদ্ধা মহিলা প্রায় ৭ বছর অন্ধ থাকার পর এবারের হজে এসে বিশ্বনবী(সা.)’র রওজা বা মাজার-সংলগ্ন মসজিদে তথা মসজিদে নববীতে দৃষ্টি শক্তি ফিরে পেয়েছেন বলে খবর প্রকাশিত হয়েছে।
পবিত্র কুরআনে বলা হয়েছে: “আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। নিশ্চয় আল্লাহর রহমত থেকে কাফির সম্প্রদায় ছাড়া অন্য কেউ নিরাশ হয় না।”(সুরা ইউসুফ-৮৭)
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]