মো রাসেল> সালাম ও শুভেচ্ছা আমিও পাড়ির সকল পাঠক ও লেখক বৃন্ধদের। আশা করি সবাই ভাল আছেন। আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করবো তা হলো- অনেক সময় আমরা পিসিতে ভাললাগা সফটওয়্যার ইচ্ছামত ইন্সটল করি । কাজে লাগুক বা না লাগুক ঐ সফট আমাদের পিসিতে থাকা চাই ।
কিন্তু ভেজাল বাধে তখন, যখন এই সাধের ইন্সটল করা Program টি uninstall হতে না চায় । যে কারনে কখনও কখনও তা হয়ে উঠে মারাত্মক ভয়াবহ ।
যেমনঃ Babylon-এর মত কিছু সফট, একবার ইন্সটল করলে পরে সেটআপ না দেওয়া পর্যন্ত ও শান্তি দেবে না । রাতের ঘুম কেড়ে নিবে । অনেকে আবার বাধ্য হয়ে ফরমেট করে ওইন্ডোজ সেটআপ মারি । যা কিনা বড় একটি ঝামেলার বিষয়।
আজকে আমি এমন একটি সফ্টওয়্যার নিয়ে আলোচনা করবো যা দিয়ে খুব সহজেই আমরা এ সমস্ত Program কিংবা Software গুলো সহজেই Uninstall করতে পারবো।
তাহলে প্রথমে এখানে ক্লিক করে ডাউনলোড করে নেই-
এরপর পর্যায়ক্রমে ইন্সটল করে, Program টি চালু করি
তার পর ইন্সটল করা Program কিংবা Software গুলো সবগুলো প্রদর্শিত হবে যা কিনা সাধারন ভাবে করে না, আর সেখান থেকে প্রয়োজনীয় Program টি সিলেক্ট করে Uninstall ক্লিক করলে দেখা যাবে খুব সহজেই Program টি চলে গেছে।
আশা করি এভাবে সবাই সমস্যাটি সমাধান করতে পারবেন।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]