প্রিয় পাঠক আপানারা সবাই কেমন আছেন।আসা করি আল্লাহর রহমতে সবাই ভাল আছেন।এই প্রথম আমিও পারিও ডট ব্লগ এ পোস্ট করলাম।আজকে আমি আপনাদের কে বর্তামান সময়ে সব চেয়ে বেশি আলোচিত বিষয় 3G Network নিয়ে আলোচনা করব এবং আমারা এর বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত বর্ণানা করব যেমন ৩ জি নেটওয়ার্ক কি, ৩ জি নেটওয়ার্ক এর ধরন গুলো কি কি।আমরা ৩ জি নেটওয়ার্ক ব্যাবহার করে কি কি সুবিধা পাবো কি ভাবে ৩ জি নেটওয়ার্ক অ্যাক্টিভ করব, ৩ জি নেটওয়ার্ক এর স্পীড কেমন হবে ,কোথায় থেকে ৩জি নেটওয়ার্ক কিনব,কিভাবে ৩জি নেটওয়ার্ক আমাদের ফোন এ সেটিং করব এই সব কিছুই আমরা জানব,ত পাঠক আর কথা না বাড়িয়ে আসল আলোচনাই আসি।
১.সবার প্রত্থমে আসি ৩ জি নেটওয়ার্ক কি?
- ৩ জি নেটওয়ার্ক বলতে মুলত ৩য় জেনেরেশন অফ নেটওয়ার্ক কে বুঝায়।অন্য ৩জি একটা নতুন টেকনোলজি ইন টেঈকুমুনিকেশন সেক্টরে যার মাধ্যমে আমরা অতি দ্রুত যেকোনো ভিডিও ,অডিও, বিভিন্ন ফাইল,ছবি ডাউনলোড অ্যান্ড আপলোড করতে পারব,দেখতে পারব, অতি দ্রুত সেন্ড করতে পারব।
২.কি কি সুবিধা পাবো ৩জি নেটওয়ার্ক থেকে?
- একই সাথে ভিডিও অ্যান্ড অডিও কল করতে পারা যাবে।
- ভয়েস কুয়ালিটি অনেক ভাল মানে অনেক ভালো শোনা যাবে।
- দ্রুত গতির ইন্টারনেট ব্যাবহার করতে পারবেন।
- ভিডিও ,অডিও, ভালো মানের ছবি ডাউনলোড অ্যান্ড আপ লড করে বন্ধদের সাথে অতি দ্রুত শেয়ার করতে পারবেন।
- অতি দ্রুত ছবি, ফাইলস, ইমেইল করা যাবে যা আমাদের মূল্যবান সময় বাচবে।
- বিভিন্ন চেনেলে লাইভ টিভি দেখা যাবে ইভেন আমরা চলন্ত থাকব।
৩. কিভাবে আমরা ৩জি ব্যাবহার করব এবং কি কি রিসরস লাগবে ৩জি নেটওয়ার্ক এর জন্য?
- একটা 64k সিম যা ৩জি নেটওয়ার্ক সাপোর্ট করে।জদি না থাকে তাহলে গ্রামীণফোনে ,রবি, এয়ারটেল অ্যান্ড বাংলালিঙ্ক থেকে ৩জি সাপোর্ট সিম কার্ড কিনতে হবে।
- 3G network সাপোর্ট করে এমন একটি হান্ডসেট লাগবে।
- ৩জি pakage অর ৩জি সাবস্কাইবার নিতে হবে।
৪.কি ভাবে নেটওয়ার্ক সেটিং চেঞ্জ করতে হবে?
- প্রথমে ফোন সেটিং এ জাইতে হবে
- তারপর সিলেক্ট নেটওয়ার্ক অর নেটওয়ার্ক মড
- সিলেক্ট ডুয়াল নেটওয়ার্ক অর ২জি অ্যান্ড UMTS অর ২জি/৩জি মোড সিলেক্ট করতে হবে
- তারপর ওকে বাটন কিলক করতে হবে।
৫.স্পীড কিসের উপর নির্ভর করবে?
- হান্ডসেট এর উপর মানে হান্ড সেটের প্রসেসর উপর
- ব্যাবহার কারির সংখার উপর।
- সাবস্কাইবার পাকেজ এর অপর।
এখন জেনে নিন ৩জি,৩.৫ জি অ্যান্ড ৩.৭৫ জি নেটওয়ার্ক বলতে কি বুঝায় নিচের ইমেজ থেকে।
এসব সাইট থেকে তথ্য সংগ্রহ করে আপনাদের কাজে লাগলে আমার কষ্ট সার্থক হবে বলে আমি মনে করি।
সময় দিয়ে পড়ার জন্য ধন্যবাদ। (এই পোস্টটি প্রথম প্রকাশ-আমার নিজের ব্লগ Easytechtips24.com)
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]