প্রিয়……প্রিয়……… প্রিয়…… আমিওপারি পাঠক বৃন্দ প্রথমে আমার সালাম নিবেন। আশা করি আপনারা সবাই মহান আল্লাহ্র রহমতে ভালো আছেন। আমিও মহান আল্লাহ্র রহমতে ও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। আমাদের কাছে অনেকের অনুরোধে এবং ইন্টারনেটের নবীন ভাইদের কথা চিন্তা করে আমরা ফেসবুকের টুকিটাকি A টু Z নিয়ে সকল বিষয়ের উপর ভিডিও টিউটোরিয়াল বানানোর পরিকল্পনা নিয়েছে। কেননা অনেকেই ফেসবুক ব্যবহার করেন কিন্তু আদৌ এর সম্পর্কে অনেক কিছুই জানেন না। কেননা ফেসবুক এমন একটি সামাজিক নেটওয়াকিং ওয়েবসাইট যার সম্পর্কে বলে শেষ করা যাবেনা। কেননা এর দ্বারা আপনি অনেক কিছু করতে পারবেন, আর তাই এটি দিনে দিনে এতো জনপ্রিয় হয়ে উঠছে।
কাজেই আমরা আমাদের এই ধারাবাহিক মেগা ভিডিও টিউটোরিয়াল গুলোর মাধ্যমে আপনাদের এর সম্পর্কে সব রকম ধারণা দেওয়ার চেষ্টা করবো যাতে করে একদম নতুন থেকে শুরু করে যারা এক্সপার্ট লেবেলের, তাদেরও অনেক কাজে আসবে। আমরা আমাদের প্রথম ভিডিও কিভাবে ফেসবুকে রেজিস্ত্রেশন করতে হয় বা ফেসবুকে নতুন একটি একাউন্ট খুলতে হয়? তা দিয়ে শুরু করবো এবং আসতে আসতে এর ভিতরের সব কিছু নিয়ে আলোচনা করবো।
ওকে তাহলে আসুন শুরু করা যাক এর প্রথম ভিডিও টিউটোরিয়াল কিভাবে ফেসবুকে আপনার জন্য নতুন একটি একাউন্ট খুলবেন এবং খুলার পর কিভাবে আপনার প্রোফাইল বা আপনার সম্পর্কে বিস্তারিত তথ্য সংযোগ করবেন। উল্লেখ্য ফেসবুকে নতুন একটি একাউন্ট খুলার জন্য আপনার একটি ইমেইল থাকতে হবে। কিভাবে ইমেইল খুলতে হয় বা ইমেইল কি তার সম্পর্কে জানতে হলে এখানে ক্লিক করে জেনে আসুন। ধরে নিলাম আপনার ইমেইল রয়েছে বা আমাদের লেখা পড়ে আপনি ইমেইল বানিয়েছেন, তাহলে এবার সেই ইমেইল দিয়ে ফেসবুকে একাউন্ট খুলার পালা। ফেসবুকে একাউন্ট খুলার জন্য প্রথমে আপনাকে ফেসবুকের সাইটে যেতে হবে। তবে ফেসবুকের সাইটে যাওয়ার আগে নিচের ভিডিওটি ভালো করে দেখে নিন, দেখা শেষ হলে পুনরায় এখানে এসে এই লেখার উপর ক্লিক করুণ। তাহলে আপনাকে ফেসবুকের সাইটে নিয়ে যাবে। এবং ভিডিওতে দেখানো অনুযায়ী কাজ গুলো করুণ।
ভিডিও কিভাবে ফেসবুকে নতুন একাউন্ট খুলবেন এবং আপনার প্রোফাইল সাজাবেনঃ
উল্লেখ্য আরো বড় এবং স্পষ্ট ভাবে ভিডিওটি দেখতে চাইলে এখানে ক্লিক করুণ।
[youtube pSzednfohDo?modestbranding=1&rel=0 nolink]
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]
ami ki kore facebook theke earn korbo???
Facebook khular sohoj upai blen dya kore