• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

প্রবাসীদের বলছি!! ঢাকা এয়ারপোর্টে সমস্যায় পড়লে কি করবেন? বা কিভাবে দ্রুত পুলিশি সেবা পাবেন?

ByLesar

Sep 27, 2013

প্রিয় আমিওপারি ডট কম পাঠক বৃন্দ আপনারা যারা প্রবাসে থাকেন তাদের মধ্যে অনেকেই হজরত শাহজালাল(র) আন্তর্জাতিক এয়ারপোর্টে পুলিশি সেবা নেওয়ার ব্যপার নিয়ে অনেক সমস্যায় পড়ে থাকেন। আবার দেখা যায় অনেকে অনেক দিন পড়ে যান টাই অনেক কিছু বুঝে উঠতে পারেন না। এবং সবচাইতে বড় কথা তারা দেশের পুলিশ এর উপর আস্থা হারিয়ে ফেলেছেন। কাজেই তাদের কথা চিন্তা করে বাংলাদেশের এক তরুণ পুলিশ কর্মকর্তা ফেসবুক এর মাধ্যমে মানুষের নানান রকমের সাহায্য করে থাকে এবং এয়ারপোর্টে প্রবাসী সহ সকলকে সাহায্য করার জন্য পদক্ষেপ নিয়েছেন। নিচে তার ফেসবুকের একটি পোস্ট হুবুহু দিয়ে দেওয়া হোল এবং তাদের সম্পর্কে বিস্তারিত নিয়ে কিছু ভিডিও রইলো।[sociallocker id=”13828″]

সম্মানিত উত্তরাবাসী,আপনারা জানেন দেশের সর্ববৃহৎ আন্তর্জাতিক বিমানবন্দর উত্তরা ডিভিশনের ভেতরে পড়েছে।হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মাধ্যমে প্রতিদিন হাজার হাজার মানুষ দেশ বিদেশে যাতায়াত করেন।এয়ারপোর্টের ভেতরে নিরাপত্তার ব্যবস্থা মূলতঃ করে থাকে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন(সংক্ষেপে এপিবিএন), যদিও এয়ারপোর্টটি উত্তরার বিমানবন্দর থানার অন্তর্ভুক্ত।উত্তরা পুলিশ ডিভিশনের পক্ষ থেকে এয়ারপোর্টের ভেতরে যে কোনও ধরণের পুলিশি সেবা পেতে আপনাদের সহায়তা করার জন্যে আমরা এপিবিএন এর একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেছি।তিনি এপিবিএনের পক্ষ থেকে উত্তরাবাসীদের এয়ারপোর্ট সম্পর্কিত যে কোন সমস্যায় সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন।
নীচের ভিডিওটি এয়ারপোর্ট এপিবিএনের সিনিয়র সহকারী পুলিশ সুপার জনাব জাভেদ পারভেজ চৌধুরী্র একটি সংক্ষিপ্ত সাক্ষাৎকার।মাত্র ৫০ সেকেন্ডের এই ভিডিওটিতে তিনি উত্তরাবাসীদের প্রতি তাঁর সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং সংশ্লিষ্ট ডিউটি অফিসারের মোবাইল নম্বর দিয়েছেন, যেটাতে ২৪ ঘন্টা এয়ারপোর্টে পুলিশ সংক্রান্ত সমস্যায় সহায়তা চাওয়া যাবে।আশা করি এপিবিএন এবং উত্তরা পুলিশের এই সম্মিলিত প্রয়াস আপনাদের জীবনকে আরো নিরাপদ ও ঝামেলামুক্ত করে তুলবে।সবাইকে ধন্যবাদ

এখানে তাদের এই কাজ ও তাদের এই পেজটির উপর একটি রিপোর্ট করেছে একাত্তর টিভিঃ

[youtube 7hLObpyBAF4?modestbranding=1&rel=0 nolink]

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

[/sociallocker]

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *