• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালিতে পরতে আসা স্টুডেন্ট দের জন্য সুখবর।

ByLesar

Sep 16, 2013

ইতালিতে যারা বিভিন্ন দেশ থেকে পড়াশুনা করার জন্য এসে থাকেন মানে স্টুডেন্ট ভিসায় তাদের একটি বড় সমস্যায় পরতে হয়, যেমন তাদেরকে ১ বছরের সময় বেঁধে দিয়ে ইতালির Permesso di soggiorno per studio বা আবাসিক পারমিট দেওয়া হয়। এবং প্রতি বছর তাদের এই পারমিট নবায়নের জন্য নানা ঝামেলায় পরতে হয়।কেননা যারা এখানে পরতে আসেন তাদের মধ্যে অনেকে পড়ালেখার পাশাপাশি নিজের পকেট খরচ যোগার করার জন্য পার্ট টাইম কাজ করে থাকেন, কাজেই প্রতি ১ বছর পর পর এটি নবায়ন করা অনেকের কাছে অনেক কষ্টকর হয়ে দাড়ায়। কেননা যারা ইতালিতে নতুন তাদের অনেকে হতাশায় পড়ে যান কিভাবে এটি নবায়ন করাতে হয়? কোথায় গিয়ে কি করতে হয়? এবং তা ছাড়াও এখানে টাকার ব্যপারও রয়েছে। প্রতি বছর এটি নবায়ন বাবদ অনেক কেই গুনতে হয় ২৫০- ৩০০ ইউরো। তার মধ্যে যারা পার্ট টাইম কাজ করে তাদের জন্যতো এটি নবায়নের সময় ঘনিয়ে আসাতা অনেক কষ্ট বয়ে নিয়ে আসে। এর প্রধান কারন একদিকে পড়াশোনার চাপ আর অন্যদিকে কাজের, কেননা বর্তমানে ইতালিতে একটি কাজ পাওয়া মানে আলাদীনের চেরাগ পাওয়ার মতো আর একারনেই তারা সময় করে উঠতে পারে না, কিন্তু তারপরেও বাধ্য হয়েই একে নবায়নের জন্য সময় বেড় করে ছোটাছুটি করতে হয় নানান জায়গায়।

যাই হোক আমরা সবাই জানি যে,এই প্রথম কোন বেদেশী বংশধর ইতালির মন্ত্রীপরিষদে স্থান পান।এবং মাননীয় integration Minister,Italy “Cecile Kynge” ইতালির বিদেশীদের নিয়ে নানান ভাবে চেষ্টা করে যাচ্ছেন যাতে করে প্রতিটি বিদেশী তাদের ন্যায্যহক পেতে পারে। আর সেই সুবাদে তারা এ ব্যপারটি নিয়ে মন্ত্রি পরিষদ থেকে ৯ আগস্ট ২০১৩ নতুন একটি আইন পাশ করার মাধ্যমে জানিয়ে দেওয়া হয়  যে, এখন থকে যারা ইতালিতে স্টুডেন্ট ভিসায় আসবেন তাদের আর ১ বছরের জন্য নয়, তাদের কে সম্পূর্ণ কোর্স কমপ্লিট করা পর্যন্ত এই Permesso di soggirno per studio এর মেয়াদ বেঁধে দেওয়া হবে। মানে আপনি যে বিষয়ে পড়াশুনার করার জন্য আসবেন সেই বিষয়ের উপর নির্ভর করে সময় বেঁধে দেওয়া হবে, যদি আপনার উক্ত বিষয়ে মেয়াদ হয় ৪ বছর তাহলে আপনাকে ঠিক ৪ বছরের জন্য Permesso di soggirno per studio দেওয়া হবে। এটি খুব ভালো একটি খবর এবং আমরা আশা করি এতে করে অনেক স্টুডেন্ট দের উপকার হবে। অন্তত প্রতি বছর আর এটি নবায়ন নিয়ে দুশ্চিন্তা থেকে রক্ষা পাওয়া যাবে।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং  তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]

সম্পর্কিত আরো কিছু পোস্ট দেখতে পারেন...

Lesar

আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

৬ thoughts on “ইতালিতে পরতে আসা স্টুডেন্ট দের জন্য সুখবর।”
    1. Dear Sakib.. vai eta onek ager news already italy te student visay onek student chole aseche… tai amader notun post gulo follow korun… dhonnobad

  1. i really appreciate this online newpaper.because, we get various information by this newspaper.
    thanks to editor, all others workers.

  2. আমি জানতে চাই । ইটালির সেশন কবে শুরু হয় এবং একসাথে ইটালির বিশ্ববিদ্যালয় ও কলেজ এর website পাওয়া যায় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version