আমরা যারা স্মার্ট ফোন ব্যবহার করি তাদের অনেকেই অনেক কিছু জানি না বা জরুরী প্রোগ্রাম গুলো না থাকার কারনে আমরা অনেক সহজ কাজ গুলো থেকে বঞ্চিত হচ্ছি, যেমন ধরুন কেউ আপনাকে সব সময় মিস কল দিয়ে বিরক্ত করে এবং ওর মিস থেকে রক্ষা পেতে আপনি আপনার অপারেটরের সাহায্য নিলেন কিন্তু বর্তমানে বিভিন্ন ফোন অপারেটর নম্বর ব্লক করার জন্য টাকা কেটে নিয়ে থাকে। কিন্তু নোকিয়া সিম্বিয়ান ফোনের যে কোন নম্বরকে ব্ল্যাক লিস্টেড করা যায়। এবং কাজটি আপনি নিজে নিজেই করতে পারবেন তাও আবার সম্পূর্ণ ফ্রি। এবং শুধু একটি নাম্বার নয় যত খুশি ততো নাম্বার ব্ল্যাক লিস্টেড করে রাখতে পারবেন, এতে করে ব্ল্যাক লিস্ট করা নাম্বার আপনাকে আর কখনো জালাতন করতে পারবে না। প্রথমে এই লিংক থেকে ব্ল্যাক লিস্ট সফটওয়্যারটি ডাউনলোড করে আনজিপ করুন। এবার ফোনের মেমোরী কার্ডে ঢুকিয়ে ইনস্টল করুন। সফটওয়্যারটি চালু হলে অপশন থেকে এ্যাড নম্বর প্রেস করে যে নম্বরটি থেকে আর ফোন কল না পেতে চান সেটি সিলেক্ট করে ওকে করুন। ব্যাস কাজ শেষ।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে এই লেখায় ক্লিক করে জানুন এবং তুলে ধরুন। নিজে জানুন এবং অন্যকে জানান। আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধরনের বিজ্ঞাপন ফ্রিতে দিতে পাড়বেন। ]]