• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালির শহর রোমের প্রধান রেলস্টেশন টেরমিনির আগের ও বর্তমান আবস্থা।

Byadilzaman

Jul 19, 2013

আপনাদের অনেকেই রয়েছেন ইতালিতে দীর্ঘদিন যাবত ইতালির রোমে বসবাস করে আসছেন, আবার অনেকে একবারে নতুন। যাই হোক আপনারা যারা আগে ছিলেন তারা হয়তো দেখেছেন ইতালির প্রধান রেলস্টেশন তেরমিনি একসময় আমাদের দেশের কমলাপূর রেলস্টেশনের চেয়েও খারাপ অবস্তা ছিল, এবং ধীরে ধীরে তারা এটিকে নিয়ে কাজ করতে করতে বর্তমানে এটিকে সম্পূর্ণ মডার্ন একটি রেলস্টেশন রূপান্তরিত করেছে।উল্লেখ্য তেরমিনি স্টেশন থেকে আন্তর্জাতিক ট্রেন ও মেট্রোট্রেন ধরতে হয়।আগে এই স্টেশনে গেলে মনেই হতোনা যে ইউরোপের কোন একটি দেশের স্টেশনে রয়েছি, কিন্তু এখন সত্যিও সামান্য কিছু বছরের মধ্যে ওরা এর ব্যাপক পরিবর্তন ঘটায়। আজ আপনাদের সামনে নিয়ে আসলাম ইতালির শহর রোমের প্রধান রেলস্টেশন তেরমিনির (Stazione Termini) আগের ও এখনকার পার্থক্য নিয়ে একটি ভিডিও। ৩ বছর সময় এবং ৬৩ কোটি ইউরো খরচ করে এই স্টেশনটিকে পরিবর্তন করা হয়। এতে স্টেশনের বাইরে যেমন পরিবর্তন করা হয়েছে তেমনি ভিতরেও আনা হয়েছে বিশাল পরিবর্তন।

তবে ভিতরের দিকেই প্রাধান্য দিয়েছে বেশি। ইতালির রোমের এই একটি মাত্র স্টেশন যেখানে মেট্রোট্রেন মানে (মাটির নিচে দিয়ে চলে যেই ট্রেন) সেটার এক লাইন থেকে অন্য লাইন পরিবর্তন করা যায়। যেমন মেট্রো এ থেকে মেট্রো বি পরিবর্তন করার এটিই একমাত্র স্টেশন, আপনি এই স্টেশন ছাড়া মেট্রো ট্রেন পরিবর্তন করতে পাড়বেন না এবং এখান থেকে যে কোন আন্তর্জাতিক রুটের ট্রেন ধরতে আপনাকে আসতে হবে এখানে। এমনকি আপনি বিমান দিয়ে আসলেও এয়ারপোর্ট থেকে ট্রেনে বা গাড়িতে প্রথমে আপনাকে এই স্টেশনের আসে পাশেই আসতে হবে, কেননা এটি হচ্ছে ইতালিতে প্রবেশের মাইগ্রান্ত, মানে প্লেন বা ট্রেন হচ্ছে ইতালিতে আসার জন্য আপনার ভিসা আর এই স্টেশন হচ্ছে আপনার ইম্মিগ্রেসন অফিস যেখানে আপনার পাসপোর্টে সিল মেরে ইতালি প্রবেশের অনুমতি দিবে। এই স্টেশনটিকে আপনি ইচ্ছে করলে অনেকটা আমাদের দেশের সদরঘাট ও গুলিস্তানের সাথে তুলনা করতে পারেন। যাই হোক যেহেতু এটি একটি আন্তর্জাতিক ট্রেন স্টেশন তাই ওরা এই স্টেশনটাকে ও এর মেট্রো লাইনগুলো নিয়ে অসাধারণ কাজ করিয়েছে। আরো বিস্তারিত যানতে নিচের ভিডিওটি দেখুন তাহলেই বুঝতে পাড়বেন। তবে হে একটি কথা জেনে রাখুন ইতালিতে এতদিন ধরে এটি ছিল আন্তর্জাতিক স্টেশন কিন্তু ওরা এর চাইতেও আরো সুন্দর ও বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে সম্পূর্ণ মডার্ন স্টাইলে অন্য একটি স্টেশনকে আন্তর্জাতিক স্টেশনের স্বীকৃতি দিতে যাচ্ছে যার নাম স্তাসিওনে তিব্বুরতিনা (stazione Tiburtina)।

ভিডিওঃ

[youtube h39RXhgyF7w?modestbranding=1&rel=0 nolink]

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]] আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস  তাই এগুলো থেকে  বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। আমাদের ফেসবুক ফ্যানপেজে যেতে এখানে ক্লিক করুন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version