প্রতিদিনের ইফতারিতে বিভিন্ন ধরনের ফল অত্যাবশ্যকীয়। তবে আমরা চাইলেই ফলের স্বাদে একটু ভিন্নতা আনতে পারি। আসুন জেনে নিই কিভাবে ফলের স্বাদে ভিন্নতা আনা যায়।
উপকরণঃ
- আপেল ২টি,
- বড় সাগর কলা ২টি,
- পাকা পেয়ারা ২টি,
- পাকা আম ২টি,
- আনারস টুকরা অর্ধেকটি,
- সবুজ আঙুর আধা কাপ,
- লাল আঙুর আধা কাপ,
- মাল্টা ২টি,
- সাদা গোলমরিচ গুঁড়া ১ চা-চামচ,
- বিট লবণ আধা চা-চামচ,
- চিনি ২ টেবিল-চামচ, লেবুর রস ১ টেবিল-চামচ,
- সালাদ ড্রেসিং ২ টেবিল-চামচ,
- লবণ আধা চা-চামচ বা পরিমাণমতো।
সব ফল টুকরা করে কাটতে হবে। ইচ্ছামতো ফল ব্যবহার করা যায়।
প্রস্তুত প্রণালী:
- প্রথমে ফলগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে।
- এরপর ফলগুলোর সাথে গোলমরিচ গুড়া, বিট লবণ, চিনি, সালাদ ড্রেসিং ও লেবুর রস মিশিয়ে ঠান্ডা করার জন্য কিছুক্ষণ ফ্রিজে রেখে পরিবেশন করতে হয়।
বি.দ্র: আপনি চাইলে আপনার নিজের ইচ্ছামতো ফল ব্যবহার করতে পারবেন।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]] আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। আমাদের ফেসবুক ফ্যানপেজে যেতে এখানে ক্লিক করুন।