• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালি পার্লামেন্টের নতুন প্রস্তাব,জরিমানা বা মুলতার উপর ২০-৩০% পর্যন্ত ছাড়।

Byadilzaman

Jul 16, 2013

কি চমকে গেলেন পোস্ট এর টাইটেল শূনে? হে! আসলেই, সত্যিই অবাক হওয়ার মতো বৈকি। fine / multa এর আবার কিসের ছাড়? ইতালিতে আপনারা হয়তো দেখেছেন কোন কোন দোকান বা শপিং মলে বলে থাকে saldi saldi Saldi মানে ছাড় ছাড় ছাড় ১০% থেকে ৭০% পর্যন্ত ছাড় আগে আসলে আগে পাবেন। এই ছাড় কথাটি এতদিন শপিং মল বা বাজার গুলোতেই সীমাবদ্ধ ছিল, কিন্তু এখন দেখি এই ছাড় সব কিছুতেই পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ইতালির বর্তমান আর্থিক মন্দার কারনে নতুন সরকার নানা ভাবে চেষ্টা করে যাচ্ছে যেভাবেই হোক এই মন্দা থেকে ইতালিকে কাটিয়ে তুলতে, তাই তারা নানা ভাবে নানান পদক্ষেপ নিচ্ছে যেগুলো হয়তো ইতালির জীবনে আগে কখনো ঘটতে দেখা যায়নি। ইতালিয়ান পার্লামেন্ট থেকে নতুন একটি প্রস্তাব পেশ করে, আর সেটি হোল যাদের নামে জরিমানা বা মুলতা রয়েছে তারা যদি এর ভিতর এই মুলতা পে করে তাহলে তাদের কে এর উপর ২০-৩০% পর্যন্ত ছাড় দেওয়া হবে। প্রশাসন পক্ষ মনে করে এই প্রস্তাবে অনেকেই তাদের জমে থাকে জরিমানা খুব দ্রুত পরিশোধ করবে। কেননা ইতালিয়ানরা সব সময় সুযোগের অপেক্ষায় থাকে যেমন ওরা সব সময় নজর রাখে কোথায় কখন সালদি বা ছাড় দিচ্ছে, আর যখনি কোথাও কোন কিছুর উপর ছাড় পাবে, সেখানেই গিয়ে হাজির। কাজেই আপনিও চাইলে এই সুযোকের স্বদব্যবহার করে নিতে পারেন, কেননা ইতালির আইন অনুযায়ী আপনার নামের প্রতিটি জরিমানা আপনাকে অবশ্যই পরিশোধ করতে হবে যদি আপনি ইতালিতে সব সময়ের জন্য জীবনযাপন করতে চান।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]] আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস  তাই এগুলো থেকে  বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। আমাদের ফেসবুক ফ্যানপেজে যেতে এখানে ক্লিক করুন।  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version