নাজমুল হোসেন……..
দুই বছরের শিশুর তাক লাগানো বুদ্ধি,বয়স মাত্র দুই বছর। এই বয়সেই সে বুদ্ধিতে টেক্কা দিয়েছে ব্রিটিশ প্রধানমন্ত্রীতো বটেই মার্কিন প্রেসিডেন্টকেও। অ্যাডাম কার্বি নামের এই শিশুটি আই কিউ টেস্টে ১৪১ পয়েন্ট অর্জন করে সে এখন ব্রিটেনে সেরা বুদ্ধিমানদের তালিকার কনিষ্ঠতম সদস্য। বুদ্ধির দৌড়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন এবং মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা তার চেয়ে কমপক্ষে ১০ পয়েন্ট পেছনে রয়েছেন।
ব্রিটেনের ডেইলি এক্সপ্রেস পত্রিকার খবরে বলা হয়, শেক্সপিয়ার পড়ে এবং তা ঠিকঠাক অন্যদের বুঝিয়ে বলে সবাইকে তাক লাগিয়ে দেয় এবং এরপর তাকে ব্রিটেনে মেধাবীদের ক্লাব মেনেসাতে যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হয়। প্রথমে তার এই প্রখর বুদ্ধিমত্তা ধরা পড়ে বাবা ডিন কার্বি ও মা কেরি অ্যানের কাছে। তারা লক্ষ্য করেন, তাদের দুই বছরের শিশুটি বহু ইংরেজি শব্দের সঠিক বানান ও অর্থ বলতে পারছে। শিশুটির বাবা ৩৩ বছর বয়স্ক ডিন কার্বি দক্ষিণ লন্ডনের এক প্রতিষ্ঠানের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ। তিনি বলেন, অ্যাডাম যখন হামাগুড়ি দিত তখনই সে বই পড়তে শিখে যায়। সে এত তাড়াতাড়ি সব কিছু শিখতে পারে, যা সত্যিই বিস্ময়কর। তিনি বলেন, আমরা হিপোপটেমাস, রাইনোসরাসের মতো শব্দ আলাদা আলাদা কার্ডে লিখে তাকে যে কার্ডটা বের করে আনতে বলেছি, সে সবসময়ই নির্ভুলভাবে সেই কার্ডটা বের করে এনে দেখিয়ে দিত। মেনেসার প্রধান নির্বাহী কর্মকর্তা জন স্টেভেনাজ বলেন, অ্যাডামের ভবিষ্যত্ অত্যন্ত উজ্জ্বল বলেই আমাদের ধারণা।