আমার ভাইয়ের রক্ত রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী আমি কি ভুলিতে পারি…. বাংলাদেশ থেকে প্রায় ৯ হাজার মাইল দূরে বিশ্ব শিল্প সংস্কৃতির তীর্থভুমি ফ্রান্সের মাটিতে যখন গানটি গাওয়া হচ্ছিল তখন প্রবাসী বাংলাদেশীদের পাশাপাশি বিদেশীরাও বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন মহান ভাষা শহীদের।
গত ২৬ জুন বুধবার বাংলাদেশের পররাষ্টমন্ত্রী ডঃ দিপু মনি স্থানীয় সময় সন্ধ্যা ৭.৩০ মিনিটে ফ্রান্স্রে বিখ্যাত কবি এম এ সেজের পার্কে প্রস্তাবিত শহীদ মিনারের আনুষ্টানিক ভিত্তিপ্রস্থর স্থাপন করেন।বাংলাদেশের জাতীয় শহীদ মিনারের মূল নকশাকে ভিত্তি করে নির্মিত হবে ফ্রান্সে শহীদ মিনার। নির্মাণে ইস্পাত, মোজাইক ও মার্বেল পাথর ব্যবহার করা হবে শহীদ মিনারে।
এটিই হবে ফ্রান্সের প্রথম স্থায়ী শহীদ মিনার। ১৯৯৯ সালে ইউনস্কো প্যারিস ২১ ফেব্রুয়ারীকে আর্ন্তজাতিক মাতৃ ভাষা দিবস ঘোষনার পর থেকে সরকারী ও বেসরকারী ভাবে ফ্রান্সে শহীদ মিনার স্থাপনের চেষ্টা চলে আসছিল। দীর্ঘদিন ধরে ফ্রান্স প্রবাসি বাংলাদেশীরা ফ্রান্সের বিভিন্ন জায়গায় অস্থায়ী শহীদ মিনার নির্মান করে ৫২ এর ভাষা শহীদের শ্রদ্ধা জানাত। সর্ব শেষ বাংলাদেশ দূতাবাস ও উদিচী ফ্রান্স শাখার যৌথ প্রচেষ্টায় ফ্রান্সে শহীদ মিনার স্থাপনের অনুমতি দেন ইলদা ফ্রাঞ্চের (প্যারিস জোন ) অভারভিলার মেয়র জেক সালবাতর।
ভিত্তি প্রস্থর অনুষ্টানে চিলির কবি পাবলু নেরুদা, সেঙ্গর, এম এ সিজের কবিতা ও রবি ঠাকুরের গান ও নৃত্য পরিবেশন করা হয়। এসময় ইউনস্কোর ফ্রেন্স জাতীয় কমিশনের প্রেসিডেন্ট জন অদুস, বাংলাদেশের রাষ্ট্রদুত এম শহিদুল ইসলাম, শিল্পী শাহাব উদ্দিন, আয়েবার সাধারন সম্পাদক কাজি এনায়েত উল্লাহ সহ ফরাসী বাংলাদেশি কমিউনিটির লোকজন উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, ১৭ই নভেম্বর ১৯৯৯ সালে প্যারিসে ইউনেস্কোর সদর দপ্তরে ১৮৮ টি দেশের সমর্থনে সর্বসম্মতিক্রমে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে গৃহীত হয়।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]] আর আমাদের ফেসবুক ফ্যানপেজে রয়েছে অনেক মজার মজার সব ভিডিও সহ আরো অনেক মজার মজার টিপস তাই এগুলো থেকে বঞ্চিত হতে না চাইলে এক্ষনি আমাদের ফেসবুক ফ্যানপেজে লাইক দিয়ে আসুন। আমাদের ফেসবুক ফ্যানপেজে যেতে এখানে ক্লিক করুন। এবং আপনি এখন থেকে প্রবাস জীবনে আমাদের সাইটের মাধ্যমে আপনার যেকোনো বেক্তিগত জিনিসের ক্রয়/বিক্রয় সহ সকল ধররেন বিজ্ঞাপন দিতে পাড়বেন। জানতে এখানে ক্লিক করুন।