• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালি প্রবাসীদের জন্য সুখবরঃ ইতালির প্রতিটি সুপার মার্কেটের পাবলিসিটি গুলো একসাথে June-2013

Byexperience

Jun 17, 2013

আপনারা যারা ইতালি প্রবাসী তারা হয়তো অনেক সময় অনেক কিছু ক্রয় করার জন্য নানান মার্কেটের এড বা পাবলিসিটি গুলো সন্ধান করে থাকেন, কিন্তু সময় মতো এগুল খুজে পাওয়া জায়না। ইতালির প্রতিটি সুপার মার্কেট প্রতি মাসে তাদের পণ্যের বিজ্ঞাপন দিয়ে থাকে যার মাদ্ধমে আমরা ওদের এই বিজ্ঞাপন দেখে জানতে পারি বর্তমানে কোন পণ্যের দাম কতো এবং কোনো পণ্যের উপর বিশেষ ছাড় পাওয়া যাচ্ছে কি না? অনেকে ভালো কিছু কম দামে ক্রয় করার জন্য প্রায় প্রতিটি মার্কেটের বিজ্ঞাপনের উপর নজরদারি করে থাকেন এবং সবগুলোর সাথে মিলিয়ে একি জিনিস কম দামে যে মার্কেটে পাওয়া যায় সেখানে গিয়ে ক্রয় করে থাকেন। আর এই জিনিসটি সবাই চায়, কেননা আমারা জানি যে ইতালি সহ ইউরোপের প্রতিটি দেশে নানান ব্র্যান্ড এর মার্কেট রয়েছে এবং ওরা নিজেদের মধ্যে প্রতিযোগীটা করে একি পণ্যের দাম একেক মার্কেটে একেক রকমের দিয়ে থাকে, যেমন দেখা যায় আপনি একটা আইফোন ক্রয় করতে চান, আর এর জন্য আপনি প্রথমে পানারোমা মার্কেটে গিয়ে দেখলেন ওরা আইফোন ৫- ৬০০ ইউরোতে বিক্রয় করছে, আপনি এবার অন্য একটি মার্কেট যেমন আউসানে গিয়ে দেখলেন যে ঐ একি ফোন তারা ৫৭০ ইউরোতে বিক্রয় করছে।

তাই আমাদের সবাই খুঁজি কোথায় যাওয়া যায় মানে বর্তমানে আমি যে জিনিসটি কিনবো সেটার দাম কোথায় কমে পাওয়া যাবে, আর এর জন্যই আমাদের অনেকে অনেক কষ্ট করে এই মার্কেট গুলোর বিজ্ঞাপন বা পাবলিসিটি গুলো জোগাড় করে থাকেন কিন্তু সব সময় এগুলো অনেক খুঁজেও পাওয়া যায়না। আর তাই আমিওপারি ডট কম আপনাদের এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য নিয়ে আসবে ইতালির প্রতিটি মার্কেটের প্রতিমাসের বিজ্ঞাপন তাও আবার সব এক সাথে এবং এক জায়গায়, আপনি শুধু এক ক্লিক করে যে যে মার্কেটের বিজ্ঞাপন দেখতে চান তা দেখে নিবেন। কি কেমন হোল! মাজার না ব্যাপারটি? তাহলে আসেন এবার দেখি কিভাবে কি করতে হবে, আপনাদের সকলের সুবিধার্থে আমাদের টিম ইতালির জনপ্রিয় সুপার মার্কেট গুলোর প্রতি মাসের বিজ্ঞাপন গুলোর অফিসিয়াল লিঙ্ক আমাদের সাইটে সাজিয়ে প্রকাশ করবে যার মাধ্যমে আপনি যখন খুশি, যেখানে খুশি আমাদের সাইটের মাধ্যমে ওদের এড গুলো পেয়ে যাবেন। এবং বেঁছে নিতে পাড়বেন আপনার পণ্যটি ক্রয় করার জন্য কোথায় যাওয়া যায়।

Auchun ১৩ জুন থেকে ১৯ জুন পর্যন্ত দেখুন এখানে ক্লিক করে।

Panorama  ১৭ জুন থেকে ৩০ জুন পর্যন্ত দেখুন এখানে ক্লিক করে।

Mediaworld ৬ জুন থেকে ২৩ জুন পর্যন্ত দেখুন এখানে ক্লিক করে।

Unieuro ৬ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত দেখুন এখানে ক্লিক করে।

Euronics ১৩ জুন থেকে ৩০ জুন পর্যন্ত দেখুন এখানে ক্লিক করে।

Saturn ১৩ জুন থেকে ৩০ জুন পর্যন্ত দেখুন এখানে ক্লিক করে।

আপনাদের যদি আরো অন্যান্য মার্কেটের এড এর জন্য রিকুয়েস্ট থাকে তাহলে নিচে কমেন্ট এর মাধ্যমে আমাদের জানান আমরা চেষ্টা হবে এখানে যোগ করার জন্য।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version