প্রযুক্তির সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে পুরো বিশ্ব আর ইন্টারনেট থাকার কারনে অনেক কঠিন কাজ হয়ে যাচ্ছে খুব সহজ,আর এই ধারাবাহিকতায় ইতালির তেসসেরা সানিতারিয়ার যুক্ত করা হচ্ছে ইলেক্ট্রনিক মাইক্রো চিপ যা দ্বারা খুব সহজেই এর ব্যাবহার কারির মেডিক্যাল রিপোর্ট সম্পর্কে সকল তথ্য সনাক্ত করা যাবে,যেমন তিনি এ যাবত কি কি পরীক্ষা করিয়েছে, তাকে এ পর্যন্ত কোন রোগের জন্য কি ধরনের ওষুধ দেওয়া হতো,সে কখন এবং কোথায় কোন ডাক্তারের কাছে ভিজিট করিয়েছে ইত্যাদি ইত্যাদি। এক কথায় এই মাইক্রো চিপের ভিতর তার পুরো জীবন বিত্তান্ত সেভ করা থাকবে যদি সে কখনো কোন নতুন শারীরিক সমস্যার কারনে ডাক্তারের কাছে যায় তখন ডাক্তার তার তেসসেরা সানিতারিয়ার মাইক্রো চিপের ভিতর থাকা তথ্য থেকে জেনে যাবে তার আগে কি কি সমস্যা ছিল। ইতালির অনেক গুলো নগরীতেই এই মাইক্রো চিপ যুক্ত তেসসেরা সানিতারিয়া কার্ড দেওয়া শুরু হয়ে গিয়েছে। এখন আপনার পালা। আমরা আশা করি এই নতুন পদ্ধতীতে ডাক্তারদের একজন রোগীর রোগ সনাক্ত করতে অনেক উপকারে আসবে।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]