• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ঘরের দরজা খুলবে স্মার্টফোন

Byexperience

Jun 4, 2013

সেলফোন এখন আর শুধু কথা বলার ডিভাইস নয়। বহুমাত্রিক ব্যবহারে দৈনন্দিন জীবনের সঙ্গী হয়ে উঠেছে সেলফোন। তবে এক্ষেত্রে স্মার্টফোন দারুণ ভূমিকা রাখছে। বিশেষ করে নিত্যনতুন অ্যাপস উদ্ভাবনের মাধ্যমে স্মার্টফোনের ব্যবহার আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। ইতিমধ্যে বাজারে এসেছে ইশারা শনাক্ত করতে সক্ষম এমন অ্যাপস। জ্যাসন জোহানসন নামের এক ডেভেলপার এমন এক ধরনের তালা তৈরি করেছেন যা স্মার্টফোনের মাধ্যমে খোলা সম্ভব। ঠিক যেমনি ছোট্ট ডিভাইসের বাটন চেপে গাড়ির লক খোলা যায় তেমনি প্রযুক্তির পালা বদলে এখন ঘরের দরজাও খুলবে অগাস্ট স্মার্ট লক নামের এ গ্যাজেটটি।উদ্ভাবকের মতে, আকর্ষণীয় ডিজাইনের গ্যাজেটটি ব্লুটুথের মাধ্যমে ব্যবহারকারীর আইওএস বা অ্যান্ড্রয়েড চালিত স্মার্টফোনের সাথে সংযোগ স্থাপন করবে। সহজে চলনক্ষম অ্যাপসের পাশাপাশি ব্যাটারি চালিত গ্যাজেটটি ব্যবহার করে স্মার্টফোনের বাটন চেপে ঘরের দরজা খোলা যাবে। তবে ব্যবহারকারী প্রয়োজনে অজানা সংখ্যা বা কোডসহ বাড়ির সম্পূর্ণর্ নিরাপত্তা নিশ্চিত করতে একই সাথে ম্যানুয়ালি চাবিও ব্যবহার করা যাবে। চমৎকার এ গ্যাজেটটি বিক্রির জন্য বাজারে আসছে এ বছরের শেষের দিকে। তবে দাম কত হবে তা জানা যায়নি।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতেএখানে ক্লিক করুণতুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *