• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

যে ১০ টি KEYBOARD SHORTCUTS প্রত্যেকেরই জানা উচিত।

Byexperience

Oct 12, 2012

মাউসের উপর নির্ভরশীলতা কমিয়ে এবং কিবোর্ডে Proficiency বাড়িয়ে আপনি আপনার কম্পিউটারের productivity বৃদ্ধি করতে পারেন। যেমন: কিবোর্ড দিয়ে কোন টেক্সট সিলেক্ট ও Ctrl + C চেপে কপি করা মাউস দিয়ে file menu থেকে করার চেয়ে অনেক দ্রুততর হয়। এতে করে একবার কিবোর্ডে আরেকবার মাউসে হাত স্থানান্তর করতে হয় না। নিম্মে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এরকম 10টি টাস্ক কিভাবে কিবোর্ড শর্টকাট দিয়ে করা যায় তা নিয়ে আলোচনা করা হলো ।

1. সিলেক্টেড কোন কিছু কপি করতে :  Ctrl + C অথবা,  Ctrl + Insert

2. কপি করা কোন কিছু পেস্ট করতে : Ctrl + V অথবা,  Shift + Insert

3. ডকুমেন্টের কোন পরিবর্তন আগের অবস্থানে ফিরিয়ে আনতে (Undo): Ctrl + Z এবং এর বিপরীত রেজাল্ট পেতে (redo) Ctrl + Y চাপুন।

4. চালু থাকা কোন program/folder এর ভিতর থেকে কোন শব্দ/file খুঁজে পেতে Ctrl + F প্রেস করে কাঙ্খিত শব্দটি লিখে এন্টার দিন।

5. ওপেন করা program গুলো পরিবর্তন/switch করতে : Alt + Tab or Alt + Esc এবং একই প্রোগ্রামের ট্যাব পরিবর্তন করার জন্য Ctrl + Tab ।

6. Single character এর পরিবর্তে সম্পূর্ন কোন শব্দকে একসাথে ডিলিট করতে : Ctrl + Back space এবং Ctrl + Left or Right arrow চাপুন। Ctrl চেপেধরে left or right arrow চাপুন তাহলে প্রতি চাপে কার্সর পয়েন্ট একটি করে শব্দ পাস করবে এর সাথে Shift key যোগ করলে প্রতি চাপে একটি করে word সিলেক্ট হবে।

7. কোন ডকুমেন্ট সেভ করতে : Ctrl + S

8.  কোন ডকুমেন্টের শুরুর পয়েন্টে যেতে Ctrl + Home এবং শেষ পয়েন্টে যেতে Ctrl + End চাপুন।

9. প্রিন্ট কমান্ড দিতে : Ctrl + P

10. ইন্টারনেট ব্রাউজ করার সময় পেইজ স্ক্রল করতে Page Up, Space bar, and Page Down চাপুন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version