ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা করা আইনের দৃষ্টিতে অপরাধ। যে কোন ব্যবসা করতে হলে আগে ট্রেড লাইসেন্স নিতে হয়।
ট্রেড লাইসেন্স এর আবেদন করলে প্রথমে প্রতিষ্ঠানের একটি নাম প্রস্তাব করা হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তখন দেখেন ওই নাম কাউকে বরাদ্দ দেয়া হয়েছে কিনা? বরাদ্দ দেয়া না হয়ে থাকলে ঐ নামে লাইসেন্স দেয়া হয়। ফলে অন্য কেউ ঐ নামে ব্যবসা পরিচালনার সুযোগ পায় না।
সিটি কর্পোরেশন এলাকায় সিটি কর্পোরেশন, পৌরসভা এলাকায় পৌরসভা এবং গ্রামাঞ্চলে ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে ট্রেড লাইসেন্স সংগ্রহ ও নবায়নের ফি বিভিন্ন। প্রতি আর্থিক বছরের ৩০ শে সেপ্টেম্বর লাইসেন্স নবায়ন করতে হয়। নির্ধারিত সময়ে নবায়ন করা না হলে মাসিক ৫০ টাকা হারে অথবা লাইসেন্স ফি এর মাসিক ৫% হারে চার্জ প্রদান করতে হয়।
ট্রেড লাইসেন্সের আবেদন করার জন্য প্রয়োজনীয় কাগজপত্র
(একক মালিকানাধীন প্রতিষ্ঠানের ক্ষেত্রে)।
ক) তিন কপি সত্যায়িত ছবি।
খ) ভাড়া রশিদ বা মালিকানা দলিল ইত্যাদি।
গ) ব্যবসায়িক কার্যক্রম শুরুর অঙ্গীকারনামা।
যেসব তথ্য প্রদান করতে হয়
লাইসেন্সকারীর নাম, পিতার নাম, মাতার নাম, আবাসিক ঠিকানা, স্থায়ী রেজিষ্টার ঠিকানা, প্রতিষ্ঠানের নাম। যৌথ ব্যবসার ক্ষেত্রে সংঘস্মারকের ফটোকপি, পার্টনারশিপ ডিড প্রদান করতে হয়।
সাইনবোর্ড কর
পেশা/বৃত্তি/দোকান ব্যবসা প্রতিষ্ঠানের পরিচিতিমূলক সাইনবোর্ডের জন্য লাইসেন্স ফি এর ৩০% হারে কর প্রদান করতে হয়।
যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন। তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।
আসাল্লামুয়ালাইকুম!!
ভাই ট্রেড লাইসেন্স করতে হয় যে কোন প্রতিষ্টানের নামে কিন্তু নিম্নে শব্দ গুলার অর্থ ও প্রয়োগ না জানার কারনে ট্রেড লাইসেন্স করতে পারছি না, দয়া কর জানাবেন,১ট্রেডাস, ট্রেডিং, এন্টারপ্রাইজ, সন্স,কোং,লিমিটেড, ইন্ডাস্ট্রি, স্টোর,