ফেসবুকে আমরা প্রায়ই দেখে থাকি অনেক ইমেজ বা শেপ যেগুলো একটু ভিন্ন ধরনের টেক্সট দিয়ে তৈরী করা। আপনি চাইলে আপনিও সে ধরনের শেপ বা আর্ট তৈরি করতে পারেন।
উপরের ছবিটা দেখুন যেটি ছবি থেকে তৈরি করা হয়েছে আসকি আর্ট হিসেবে ইমেজ টেক্সট টু আর্ট। এটি দেখতে খুব সুন্দর এবং সম্পূর্ণ টেক্স দিয়ে
তৈরি। আর এটি তৈরি করা তেমন কোন কঠিন কাজ না, আর আজকে আপনাদের দেখাবো কিভাবে আপনার ছবিকে টেক্সট আর্ট এ রূপান্তরিত করবেন।আমি নিচে আপনাদের ১টি সাইটের লিংক দিচ্ছি। যেখানে আপনি আপনার ইমেজ থেকে বা টেক্সট আর্ট তৈরী করে পরে এটি ফেসবুক বা অন্য কোথাও পোস্ট করতে পারবেন।
প্রথমে এই লিঙ্কটিতে ক্লিক করুন http://photo2text.com/
সেখানে আপনার ছবি আপলোড করুন। করে Submit এ ক্লিক করুন দেখবেন আপনার ছবিকে টেক্সট আর্টে রূপান্তরিত করেছে। এবার আপনার ছবিটির জন্য একটি নাম সিলেক্ট করে আবার Submit এ ক্লিক করুন করার পর আপনাকে ডাউনলোড লিঙ্ক দিবে, এবার আমার ফাইল টি ডাউনলোড করে নিন।
আশা করি আপনাদের কাছে ভালো লাগবে ও কাজে দিবে।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]