সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার পোস্ট টি শুরু করছি।আশাকরি আপনারা সবাই ভালো আছেন,আমিও আপনাদের দোয়ায় আল্লাহ্র রহমতে ভালো আছি। আমাদের অনেকেই চাই প্রবাসে থেকেও আমাদের ছেলে- মেয়েদের নিজেদের সাংস্কৃতি ও শিক্ষা দিতে। কিন্তু নানান সমস্যা ও সময়ের কারণে এটি আসলে খুব জটিল হয়ে দারায়, যা সব সময় আমাদের বিবেককের কাছে প্রস্ন করেতে থাকে ‘ তাহলে কি? তোমাদের ছেলে- মেয়েরা বাংলা পরতে পারবেনা? তোমার নিজের সাংস্কৃতি সম্পর্কে জানবেনা? ইত্যাদি ইত্যাদি। হে!!! আপনাদের বিবেকের এই প্রশ্নের উত্তর নিয়ে আসলাম।এখন থেকে আপনি ঘরে বসেই পেয়ে যাবেন ১ম থেকে ১০ম শ্রেণীর পাঠ্য বই এর ই-বুক। এবং আপনি আপনার সন্তানদের ইচ্ছে করলেই শিখাতে পারবেন নিজের ভাষা বাংলা ভাষায় সব কিছু।এতে করে পুরো ১০০% কাজ না হলেও ৩০% কাজ হবে, অন্তঃত আপনি তাদের ১ম থেকে ৫ম শ্রেণীর পুস্তকগুলো নিজের ভাষায় পরতে শিখাতে পারলে ওরা আমাদের সম্পর্কে অনেক কিছুই যেনে যাবে। যা একজন পিতা-মাতা হিসেবে আপনার জন্য অনেক গর্ভের কথা। তাহলে দেরি না করে এক্ষনি নামিয়ে নিন আপনার প্রয়োজনের বই গুলো। সরকার নতুন প্রজন্মের জন্য তৈরি করেছেন আসাধারক একটা ওয়েবসাইট,ডিজিটাল বাংলাদেশ এর জন্য ডিজিটাল পাঠ্য বই ।
ইবুক ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।
টেক্সট বুক ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।