• Fri. Nov ২২, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

↔আসুন জেনে নিই নকিয়া ফোনের গোপন কোড:: ↔

Byadilzaman

Dec 23, 2012

Nokia-Secret-Codes

নকিয়া ফোনের গোপন কোড:: ↔

নোকিয়ার সকল ফোনের Default lock code: 12345
*#7780# রিসেট factory সেটিংস্‌ এর জন্য।
*#67705646# এটা LCD ডিসপ্লে ক্লিয়ার করবে। (অপেরেটর লোগোসহ)
*#0000# সফটওয়্যার ভার্সন দেখার জন্য।
*#2820# Bluetooth ডিভাইস অ্যাড্রেস।
*#746 025625#সিম clock allowed status দেখাবে।
*#92702689# – গোপন মেনু এখানে নিচের ইনফর্মেশন গুলো পাবেন:
I. Serial নাম্বার দেখাবে।
II. সেট তৈরির তারিখ দেখাবে।
III. শেষ কবে নাগাদ ফোন সার্ভিস করেছিলেন তার তারিখ দেখাবে।
IV. ফোনের Life Time দেখাবে.
* #3370* – (EFR) deactivation. ফোন অটোমেটিক restart হবে এবং ৩০% ব্যাটারি সাশ্রয় হবে যদি নেটওয়ার্ক খারাপ থাকে। (নোকিয়া ফোনের আগের মডেল গুলোতে ভালো কাজ করে)
যদি আপনি আপনার নকিয়া S60 ফোনের Wallet code ভুলে যান, তাহলে reset করতেএই code ব্যবহার করবেন:*#7370925538#
আপনার মোবাইলের ভাষা চেঞ্জ হয়ে যায় তাহলে *0000# প্রেস করে ডায়াল করুন দেখবেন এক সেকেন্ডের মধ্যে আবার ইংরেজি ভাষা এসে হাজির।
এতে কাজ না হলে *#0044# এভাবে চেষ্টা করুন ।
>>## Bonus: মোবাইল ফোন এর কিছু গোপন কোড ?
মোবাইল ফোন এর কিছু গোপন কোড জানা থাকলে মোবাইল ফোন সম্পর্কে অনেকটা ধারনা করা যায় যেমন -IMEI হার্ডওয়্যার ভার্সন সফটওয়্যার ভার্সন ।
IMEI কোড : আইএমইআই অর্থ হলোইন্টারন্যাশনাল মোবাইল ইকুইপমেন্ট আইডেন্টিটি৷ জিএসএম মোবাইল ফোরে IMEI দেখার জন্য টাইপ করুন *#06#৷

→ পোস্টটা একটুও ভাল লাগলে কমেন্টস করুন । mobile বা pc এর যেকোন problem হলে contact করুন
ফেইসবুক পেজ
ফেইসবুক

***** সব কোড সব মডেলে সাপোর্ট নাও করতে পারে।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার তথ্য তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজের ভিতর লুকায়িত প্রতিভা, নিজে জানুন এবং অন্যকে জানান ও নিজেকে আবিষ্কার করুণ। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version