ব্রিটেনের ওয়েস্টক্লিফে মুসলমানদের একটি মসজিদের বিরুদ্ধে আন্দোলন করেছে স্থানীয় খ্রিস্টানরা। খ্রিস্টানদের দাবি, মসজিদের কারণে শব্দ, আবর্জনা ও ট্রাফিক জামের সৃষ্টি হচ্ছে। খ্রিষ্টানরা ‘ব্রিটেনে আর মসজিদ নয়’ বলে ব্যানার ব্যবহার করে।
মসজিদ না থাকায় দুই রুমের ছোট্ট এই বাঙলোকেই মসজিদ হিসেবে ব্যবহার করত স্থানীয় ২০০ মুসলমান।
সাউর্দান কাউন্সিলের কর্মকর্তারা এই মসজিদের অনুমোদন দিলেও, স্থানীয় খ্রিস্টানরা এই মসজিদকে অবৈধ আখ্যায়িত করে গত ১লা ডিসেম্বর এর বিরুদ্ধে বিক্ষোভ করে।
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]