• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

বেকারত্তের সৌজর্ন্যের মেয়াদ বারলো…….

ByMumu

Dec 3, 2012

ইতালীর অর্থনৈতিক মন্দার কারনে চাকরীর বাজারেও নেমেছে ধস। দীর্ঘদিন ধরে চাকুরীরত মানুষরাও এই দূর বিদেশে বেঁচে থাকার সম্বল চাকরী হারিয়ে অসহায়ের মতন ঘুরে ফিরছেন দ্বারে দ্বারে।এরই মধ্যে যদি শেষ হয়ে আসে সৌজর্ন্যের মেয়াদ   … দিশেহারা অসহায় মানুষগুলো বেছে নেন অবৈধ উপায়ে সৌজর্নো রিনিউর পদ্ধতি।

সরকার এসব অসহায় বিদেশিদের সাহায্যার্থে ১৬ই জুলাই ২০১২ তে সংবিধানের ৪ নাম্বার আর্টিকেলের ৩০ নাম্বার কোটেশনের মাধ্যমে ” রিফরমা দেল লাভোরো” নামে একটি পরিবর্তন এনেছে। এই আইন অনুযায়ী চাকুরীহীন ব্যক্তি তার পেরমেসসো  দি সৌজর্নো টি রিনিউর জন্য “আত্তেজা দী অক্কুপাসসিওনে” যার বাংলা অর্থ বেকারত্তের উপর নিন্মোত্ত এক বছর মেয়াদী সৌজর্নোর জন্য আবেদন করতে পারবে। উল্লেক্ষ্য যে, এর আগে বেকারত্তের সৌজর্নোর সর্বাধিক সময়সীমা ছিল ৬ মাস।

জেনে রাখতে হবে যে, আত্তেজা দী অক্কুপাসসিওনে অর্থ্যাত বেকারত্তের উপর পাওয়া সৌর্জ্যনো শুধুমাত্র চাকুরী অথবা ব্যবসা দিয়ে রিনিউ করা সম্ভব।

সৌজর্নের মেয়াদউত্তীর্নের আগেই চাকরী অথবা ব্যবসা খুঁজে বের করা আবশ্যক।

আরো পরামর্শ অথবা তথ্য জানতে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করুন। ধন্যবাদ ।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version