ইতালীর সিচিলিয়াতে বছরে ৭ থেকে ৮ মাস ব্যাপক ফলন হয় বাংলাদেশী শাঁক সব্জি ও তরিতরকারির। পুঁইশাক, ডাঁটাশাক, কর্মী শাঁক থেকে শুরু করে লাও,শিম,ঝিঙা,ঢেঁড়স,করল্লা এমনকি সুস্বাদু কচুর ব্যাপক চাষ হচ্ছে এখানে। বাংলাদেশী প্রবাসী মোঃ শাহিদ ভুত্ত প্রায় ১৫ হাজার একর জমি নিয়ে এই অবিশ্বাস্য চাষাবাদ করে যাচ্ছেন তিনি এর নাম দিয়েছেন সোনার বাংলা প্রোজেক্ট সিচিলিয়া। বিস্তারিত নিচের ভিডিওটি দেখুন।
[youtube nrlUgW_CYO0?modestbranding=1&rel=0 nolink]
[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন নিজে জানুন এবং অন্যকে জানান। ]]
ভাই এদের ইন্টারভিউ নেবার আগে একটু শিখিয়ে পড়িয়া নিতে পারেন না?আর S TVএর প্রোগ্রামের মান এত খারাপ আশা করি নাই।