গ্রিসের পরিস্থিতির সঙ্গে ইউরোপের চারটি দেশ_ স্পেন, পর্তুগাল, ইটালি আর আয়ারল্যান্ডের পরিস্থিতির অনেক মিল খুঁজে পাওয়া যায়। স্পষ্টতই ইউরো জোনের অর্থনীতিতে দু’ধরণের অর্থনীতির জন্ম হয়েছ, যার একটি ধনী ইউরোপ ( নেতৃত্বে রয়েছে জার্মানি ও ফ্রান্স) এবং গরিব ইউরোপ (গ্রীস, স্পেন, পর্তুগাল, ইটালি এবং আয়ারল্যান্ড)।
২০১৪ সালের অর্থনৈতিক রিপোর্ট অনুযায়ী ইউরো জোনে গ্রীসের পর সবচেয়ে বেশি দেনায় জর্জরিত দেশটি হচ্ছে ইটালি এবং দেশটির দেনার পরিমাণ গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের প্রায় ১৩২.১ শতাংশ! এ বছরের জুন মাসের পরিসংখ্যান অনুযায়ী ইটালির প্রতি ২ জনের একজন তরুণ যুবক বেকার এবং ইউরো জোনের তৃতীয় বৃহত্তম অর্থনীতি ইটালির শুধুমাত্র জুন মাসেই চাকুরী হারায় ২২০০০ টি!
উল্লেখ্য, ইউরোজোনের ২৮ দেশের মধ্যে ঋণ গ্রহণের ক্ষেত্রে ডেনমার্কের অবস্থান ৯ম স্থানে এবং দেশটির দেনার পরিমাণও কম নয়। ডেনমার্কের বর্তমান দেনার পরিমাণ গ্রস ডোমেস্টিক প্রোডাক্টের প্রায় ৪৫.২ শতাংশ!
যারা আপনাদের ফেসবুকে আমাদের সাইটের প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন। তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।