• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ধূমপান ছাড়ার আবিষ্কৃত একমাত্র ওষুধ

Byadilzaman

Nov 26, 2012

 “ধূমপানে বিষপান”, “ধূমপানের কারণে মৃত্যু ঘটে”, ধূমপায়ীরা এসব ভয়ংকর কথা শোনার পরও নিঃসঙ্কোচে ধূমপান করে যান। অনেকেই বলেন, ধূমপান ছাড়া নাকি সম্ভব না, অনেক কঠিন কাজ। তাদের এই বানীর পিছনে কুঠারাঘাত করতে আবিষ্কৃত হয়েছে ধূমপান ছাড়ার এখন পর্যন্ত একমাত্র ওষুধ।

বিশ্বে প্রতিবছর ধূমপানজনিত ক্যান্সারের জন্য ১ মিলিয়ন মানুষ অপরিণত বয়সে মৃত্যুবরণ করে। আর তাই এই ধূমপান ত্যাগ করতে সম্প্রতি যুক্তরাজ্যের মেডিসিন কন্ট্রোল এজেন্সি বিউপ্রপিয়ন নামক একটি ওষুধকে অনুমোদন দিয়েছে। ধূমপান পরিহারের মূলত এটিই এখন পর্যন্ত একমাত্র ওষুধ। এটি মূলত এন্টি ডিপ্রেশেন্ট হলেও রাসায়নিকভাবে অন্য এন্টি ডিপ্রেশেন্ট থেকে আলাদা।

ধূমপান বন্ধ করতে এটি কিভাবে কাজ করে তা জানা না গেলেও ধারণা করা হয় যে, এটা ডোপামিনের ঘনত্ব বাড়িয়ে দেয়, যা ধূমপান আসক্তিতে হয়ে থাকে। ইউনিভার্সিটি অব নটিংহামের একদল গবেষকের নেতৃত্বে গবেষণায় দেখা যায় যে,

দৈনিক ৩শ’ মিলিয়ন বিউপ্রপিয়ন সেবনে ধূমপায়ীর সংখ্যা ২৩.১% হ্রাস পেয়েছে।

৬১৫ ধূমপায়ীর ওপর সাত সপ্তাহব্যাপী এ গবেষণা চালানো হয়। ধূমপান পরিহারে এটিই অদ্যাবধি অর্জিত সবচেয়ে বড় সাফল্য। তদুপরি কিছু কিছু পার্শ্বপ্রতিক্রিয়া যেমন অনিদ্রা, মুখ শুকিয়ে যাওয়া, কিছুটা অবসন্ন লাগা ইত্যাদি বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বহুলাংশে এড়িয়ে যাওয়া সম্ভব হয়।

[[ আপনি জানেন কি? আমাদের সাইটে আপনিও পারবেন আপনার নিজের লেখা জমা দেওয়ার মাধ্যমে আপনার বা আপনার এলাকার খবর তুলে ধরতে জানতে “এখানে ক্লিক করুণ” তুলে ধরুন  নিজে জানুন এবং অন্যকে জানান। ]]

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Exit mobile version