মোহাম্মাদ ফয়সাল কোপেনহেগেনঃ ডেনমার্কের নির্বাচন শেষে দ্বিতীয় বৃহত্তম দল হিসাবে স্বীকৃতি লাভ করে সরকার গঠনের পর্যাপ্ত সমর্থন লাভ করা ডেনিশ ফলকে পার্টি ইতিমধ্যেই নানা বিতর্কিত ইস্যু সামনে নিয়ে এসে বিতর্কের সূত্রপাত শুরু করে দিয়েছে।
ফলকে পার্টির শিক্ষা মুখপাত্র ইয়েন্স হেনরিক ঘোষণা দিয়েছেন , “English? No, vi taler dansk her (English? No, we speak Danish here) অর্থাৎ ইংরেজি? না আমরা এখানে ডেনিশ বলি।
তিনি যোগ করেন, উচ্চ শিক্ষার জন্য ভিন্ন ভিন্ন ভাষা শিক্ষার প্রয়োজন থাকলেও ডেনমার্কের সকল শিক্ষার মাধ্যম হবে ডেনিশ! কেউ যদি ডেনমার্কে লেখাপড়া করতে আসে তাহলে তাকে অবশ্যই ডেনিশ শিখে তারপর লেখাপড়া করতে হবে, এখানে ইংরেজিতে লেখাপড়ার কোন প্রয়োজন নেই!
পাদটীকাঃ অভিবাসীদের জন্য সামনে বেশ কঠিন সময় অপেক্ষা করছে!