• u. Nov ২১, ২০২৪

আমিওপারি ডট কম

ইতালি,ইউরোপের ভিসা,ইম্মিগ্রেসন,স্টুডেন্ট ভিসা,ইউরোপে উচ্চ শিক্ষা

ইতালির পুলিশ ক্লিয়ারেন্স তথা Certificato dei carichi pendenti এবং Casellario Giudiziale কিভাবে করাতে হয়? কত খরচ?

ByLesar

Mar 23, 2015

প্রিয় আমিওপারির সম্মানিত পাঠক বৃন্দ আশা করি মহান সৃষ্টি কর্তার অশেষ রহমতে আপনারা সবাই ভালোই আছেন। বরাবরের মতো আজকেও আমিওপারি টিম আপনাদের মাঝে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করবে।

আপনারা যারা ইতালি প্রবাসী তাদের সকলের এবং অনেক সময় ইতালির বাইরে তথা ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত ইতালি প্রবাসীদের বিভিন্ন ক্ষেত্রে ইতালিয়ান পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এর প্রয়োজন হয়। যেমন ইতালিতে অনির্দিষ্ট কালের পেরমেসসো দি সৌজর্ন্যের আবেদন করার সময় আবার ইতালিয়ান নাগরিকত্ব আবেদন করার সময় এই সার্টিফিকেট সংগ্রহ করতে হয়। আবার অনেক সময় ইতালির বাহিরে ইউরোপের অন্যান্য দেশেও এই সার্টিফিকেট এর প্রয়োজন দেখা যায়। আর তাই আজ আমরা কিভাবে এই সার্টিফিকেট সংগ্রহ করা যায়? কোথা থেকে সংগ্রহ করতে হয়? কতো ইউরো খরচ হয়? আপনি নিজে না গিয়েও এই সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন কিনা? এবং ইতালির বাইরে থেকে তথা ইউরোপ যেকোনো দেশে বসেও এই সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন কিনা? জেনে নিবো বিস্তারিত সকল তথ্য।

উত্তরঃ ইতালির পুলিশ ক্লিয়ারেন্স তথা Certificato dei carichi pendenti এবং Casellario Giudiziale সংগ্রহ সরাসরি আপনি নিজে গিয়ে করতে পারেন অথবা আপনার পরিবর্তে কাউকে delegation তথা প্রতিনিধিত্ব দেওয়ার মাধ্যমে ঐ ব্যক্তি আপনার হয়ে এই সার্টিফিকেট ইতালিয়ান কোর্ট থেকে তুলে নিয়ে আসতে পারবে। এবং এই একি কাজ আপনি ইউরোপের যেকোনো দেশ থেকেই কাউকে প্রতিনিধিত্ব দেওয়ার মাধ্যমে করিয়ে নিতে পারবেন।

উল্লেখ্য যারা সময়ের অভাবে নিজেরা গিয়ে এই সার্টিফিকেট তুলে আনতে পারছেন না? অথবা যারা ইতালির বাইরে ইউরোপের বিভিন্ন দেশে অবস্থান করছেন তারা আমিওপারি টিম এর মাধ্যমে এই সার্টিফিকেট সংগ্রহ করতে পারবেন। আর আমাদের সাথে যোগাযোগ অথবা এই সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

ইতালিয়ান পুলিশ পুলিশ ক্লিয়ারেন্স তথা Certificato dei carichi pendenti এবং Casellario Giudiziale সংগ্রহ করার জন্য আপনার টোটাল খরচ পড়বেঃ

Casellario giudiziale   করার জন্য লাগবেঃ

১। ৩,৬৮ ইউরো সার্টিফিকেট এর জন্য

২। ১৬ ইউরোর একটি স্ট্যাম্প

৩। ৩,৬৮ ইউরো জরুরী উত্তোলন করার জন্য।

Carichi pendenti   করার জন্য লাগবেঃ

১। ৩,৬৮ ইউরো সার্টিফিকেট এর জন্য

২। ১৬ ইউরোর একটি স্ট্যাম্প

৩। ৩,৬৮ ইউরো জরুরী উত্তোলন করার জন্য।

টোটাল প্রতি সার্টিফিকেট এর জন্য

৩,৬৮ + ৩,৬৮ + ১৬,০০ =     ২৩,৩৬

৩,৬৮ + ৩,৬৮ + ১৬,০০ =     ২৩,৩৬

===============     ৪৬,৭২ ইউরো

তার পরেও যদি কারো মনে কোন প্রকার প্রশ্ন থাকে বা কিভাবে কি করবেন? অথবা ইতালিতে বা ইউরোপে আপনার যেকোনো সমস্যার সমাধানের জন্য সরাসরি আমিওপারি টিম এর সাথে যোগাযোগ করতে পারেন।আমাদের সাথে যোগাযোগ করার বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আর যারা আপনাদের ফেসবুকে আমিওপারির প্রতিটি লেখা পেতে চান তারা এখানে ক্লিক করে আমাদের অফিশিয়াল ফেসবুক পেজে গিয়ে লাইক দিয়ে রাখতে পারেন। তাহলে আমিওপারিতে প্রকাশিত প্রতিটি লেখা আপনার ফেসবুক নিউজ ফিডে পেয়ে যাবেন। ধন্যবাদ।

সম্পর্কিত আরো কিছু পোস্ট দেখতে পারেন...

  • প্রশ্নঃ আমি ইতালিতে রেগুলার কন্ট্রাকে কাজ করি।কিন্তু বছরে যে, দুইটি বোনাস রয়েছে সেটা কি আমি পাবো? বা...
  • প্রস্ন-উত্তর পর্বঃ ডিজিটাল পাসপোর্ট এ ভুল ধরা পরেছে!! এখন উপায়? ইতালিও প্রবাসীদের জন্য।
  • প্রশ্নঃ আমার ইতালিয়ান PERMESSO DI SOGGIORNO দিয়ে আমি কি ইতালির বাইরে ইউরোপের অন্যান্য দেশে যেতে পা...
  • প্রশ্নঃআমার ইতালিয়ান রেসিডেন্স ১০ বছরের মাঝে যদি কোন গ্যাপ থাকে তাহলে কি আমি চিত্তাদিনান্সা বা পাসপো...
  • সতর্ক বার্তা ইতালি প্রবাসী সকল ভাই-বোনদের দৃষ্টি আকর্ষণ।নিজের ডকুমেন্টস রক্ষার্থে অবশ্যই পড়ুন।
  • প্রশ্নঃ আমি ইতালি থাকি, আমি কি আমার বাবা,মা কে ইতালিতে নিয়ে আসতে পারবো? আর এর জন্য কি কি প্রয়োজন?
  • Lesar

    আমিওপারি নিয়ে আপনাদের সেবায় নিয়োজিত একজন সাধারণ মানুষ। যদি কোন বিশেষ প্রয়োজন হয় তাহলে আমাকে ফেসবুকে পাবেন এই লিঙ্কে https://www.facebook.com/lesar.hm

    ২ thoughts on “ইতালির পুলিশ ক্লিয়ারেন্স তথা Certificato dei carichi pendenti এবং Casellario Giudiziale কিভাবে করাতে হয়? কত খরচ?”

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    Exit mobile version